

গাজীপুর প্রতিনিধিঃ বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গাজীপুরে বিশাল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে মহানগরীর শিববাড়ী মোড় থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে নগরির প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
গাজীপুর মহানগর বিএনপি আয়োজিত শোভাযাত্রায় মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার ও সাধারণ সম্পাদক এবং গাজীপুর-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এম. মঞ্জুরুল করিম রনির নেতৃত্বে হাজার হাজার নেতাকর্মী অংশ নেন।
শোাভাযাত্রার শুরুতে শওকত হোসেন সরকারের সভাপতিত্বে ও এম. মঞ্জুরুল করিম রনির সঞ্চালনায় বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ডা. মাজহারুল আলম, বিএনপি নেতা আহমেদ আলী রুশদী, এ্যাড. শহিদুজ্জামান, এ্যাড. সিদ্দিকুর রহমান, এ্যাড. মেহেদী হাসান এলিস, এ্যাড. আব্দুস সালাম, আ ক ম মোফাজ্জল হোসেন, প্রভাষক বশির উদ্দিন, গাজী সালাউদ্দিন,সুরুজ আহমেদ, জয়নাল আবেদীন তালুকদার, বশির আহমেদ বাচ্চু, মনিরুল হোসেন, আসাদুজ্জামান আসাদ, অধ্যাপক নজরুল ইসলাম, সাইফুল ইসলাম টুটুল, এ্যাড. সাইফুল ইসলাম মোল্লা, সাংবাদিক দেলোয়ার হোসেন প্রমুখ।
এদিকে, দিবসটি পালন উপলক্ষে গাজীপুর জেলা বিএনপি বিকালে রাজবাড়ী রোডস্থ জেলা বিএনপির কার্যালয় থেকে আরেকটি শোভাযাত্রা বের করে। এতে জেলা বিএনপির আহবায়ক ও গাজীপুর-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এ কে এম ফজলুল হক মিলন, যুগ্ম আহবায়ক ও গাজীপুর-৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ডা: রফিকুল ইসলাম বাচ্চু, সদস্য সচিব ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী, যুগ্ম আহবায়ক ও গাজীপুর-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী শাহ রিয়াজুল হান্নান প্রমুখ উপস্থিত থেকে পথসভায় বক্তব্য রাখেন।
আলোচনায় অংশ নিয়ে বক্তাগণ ৭ নভেম্বরের সিপাহী বিপ্লবের চেতনায় ঐক্যবদ্ধ থেকে আগামী নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীদের বিজয়ী করার প্রত্যয় ব্যক্ত করেন।






