

মোঃরফিকুল ইসলাম মিঠু ( উত্তরা) ঢাকা: বৃহস্পতিবার ১২:৩০ মিনিটে বিমানবন্দর থানা এলাকায় ৫ কেজি গাঁজাসহ দুইজন নারীকে গ্রেফতার করেন জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর থানা পুলিশ।উক্ত অভিযানে এ এস আই মিকাঈল মোল্লা সংগীয় অফিসার ও ফোর্সের সহায়তায় ময়মনসিংহ ঢাকা মহাসড়ক সংলগ্ন বাবুস সালাম মসজিদের সামনে থেকে ০২ (দুই) জন নারী আসামী (১) মোছা : সীমি আক্তার সিমরান (২২) (২) মো: জান্নাতুল তমা (২০) দের (সাড়ে পাঁচ ) কেজি গাঁজা সহ গ্রেফতার করে।
বিষয়টি বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ জনাব আজিজুল হক মিয়া নিশ্চিত করেন।
গ্রেফতককৃত অপরাধীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে বিমান বন্দর থানায় একটি মামলা রুজু করেন। মামলা নং ২১(০৪)২০২৩ ইং ।
