Daily Gazipur Online

বিমানবন্দর সড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক ও ব্যাংক কর্মকর্তা নিহত

এস,এম,মনির হোসেন জীবন : রাজধানীর বিমানবন্দর সড়কে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। নিহতের নাম মোজাম্মেল হক (৪৬)। সে গ্রামীণ ব্যাংকের রূপগঞ্জ শাখার সিনিয়র কর্মকর্তা। তার বাবার নাম মৃত তাইজুদ্দিন। সাভারের ধামরাইয়ের বাথুলী গ্রামে তার বাড়ি। নিহত ব্যাংক কর্মকর্তা ৩ সন্তানের জনক।
আজ রোববার সকাল সাড়ে ১১টার দিকে বিমানবন্দর থানার লামেরিডিয়ান হোটেলের মধ্যবর্তী পদ্মা অয়েল পাম্প গেটের সামনে এই দুর্ঘটনা ঘটে।
বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: নূরে আযম মিয়া আজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, আজ রোববার সকাল সাড়ে ১১টার দিকে বিমানবন্দর সড়কের লামেরিডিয়ান হোটেলের মধ্যবর্তী পদ্মা অয়েল পাম্প গেটের সামনে বিমানবন্দরগামী একটি বাস পেছন থেকে মোটরসাইকেল চালক ও ব্যাংক কর্মকর্তা মোজাম্মেল হক (৪৬)কে দ্রæতগতিতে এসে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হলে তাকে স্থানীয় লেঅকজন উদ্ধার করে প্রথমে উত্তরা ১ নম্বর সেক্টরস্থ উইম্যান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামে) হাসপাতালে নেয়া হলে চিকিৎসক রোববার দুপুর ২টার দিকে মৃত ঘোষণা করেন।
গ্রামীণ ব্যাংকের রূপগঞ্জ থানার প্রিন্সিপাল অফিসার মো. আনিসুর রহমান আজ জানান, মোজাম্মেল হকের বাড়ি সাভারের ধামরাইয়ের বাথুলী গ্রামে। তিনি রূপগঞ্জ শাখার সিনিয়র অফিসার হিসেবে কর্মরত ছিলেন।
তার সহকর্মী আনিসুর জানান, গত বৃহস্পতিবার গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা মোজাম্মেল হক (৪৮) তার বাইকের বিরুদ্ধে একটি মামলার হয়। সে মামলা কাগজপত্র আনতে আজ রোববার উত্তরা গিয়েছিলেন তিনি।
বিমানবন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) শরিফ হোসেন আজ জানান, ময়নাতদন্তের জন্য গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা মোজাম্মেল হক (৪৬) এর মরদেহ ঢামেক মর্গে রয়েছে। ঘাতক বাসটি পুলিশ জব্দ করলে ও বাসের চালক পালিয়ে গেছে। তিন ছেলের জনক মোজাম্মেলহক। তিনি স্ত্রী সহ পরিবারের সদস্যদের নিয়ে সাভারের ধামরাইয়ের বাথুলী গ্রামে বসবাস করতেন।
বিমানবন্দর থানা পুলিশ জানান, এঘটনায় রোড এক্রিডেন্ট আইনে বিমানবন্দর থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।