ডেইলি গাজীপুর প্রতিবেদক : টঙ্গীতে জাতীয় সমাজসেবা অধিদফতরের পরিচালিত টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্র এর ব্যবস্থাপনা ও মনিটরিং কমিটির সদস্য মনোনিত হয়েছেন কাউন্সিলর বিল্লাল হোসেন মোল্লা ।
গাজীপুর সিটি করপোরেশনের ৫৪ নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর ও মহানগর যুবলীগ নেতা হাজী মোঃ বিলাল হোসেন মোল্লা। সম্প্রতি নতুন কমিটির প্রথম সভা গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের ভাওয়ান সম্মেলন কক্ষে কমিটির সভাপতি ও গাজীপুরের জেলা প্রশাসকের সভাপতিত্ব অনুষ্ঠিত হয়েছে। এ সময় কমিটির অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন। টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্রের ব্যবস্থাপনা ও মনিটরিং কমিটির সদস্য মনোনিত করায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব মোঃ জাহিদ আহসান রাসেন এমপি ও জেলা প্রশাসকের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন কাউন্সিলর হাজী বিশ্বাস হোসেন মোল্লা।
বিল্লাল হোসেন মোল্লা টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্ৰ ব্যবস্থাপনা কমিটির সদস্য মনোনিত
