বিশ্বইজতেমার ময়দান প্রস্তুতে শেষ সময়ের প্রস্তুতি

0
49
728×90 Banner

নাসির উদ্দীন বুলবুল: গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে বিশ্বইজতেমার ময়দান প্রস্তুত করতে চলছে শেষ সময়ের প্রস্তুুতি। তাবলিগ জামাতের মুসল্লিরা দিনরাত কাজ করছেন ময়দানে। ইতোমধ্যে ময়দান ছেয়ে গেছে ছামিয়ানা। দূর-দূরন্ত থেকে বিশ্ব ইজতেমায় আসতে শুরু করেছেন মুসল্লিরা।
আগামী ৩১ জানুয়ারি শুক্রবার শুরু হতে যাচ্ছে শূরায়ী নেজামের (বাংলাদেশের মাওলানা জুবায়ের আহমেদ অনুসারীদের) ইজতেমার প্রথম পর্ব। এ পর্বের আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে ২ ফেব্রুয়ারি।
এ উপলক্ষে আশপাশের জেলা থেকে স্বেচ্ছায়সেবীরা বিনাশ্রমে ময়দানের প্রস্তুতিকাজ করছেন। ১৬০ একর বিশাল ময়দানে সামিয়ানা টানানো, খিত্তায় খিত্তায় বাঁশের খুঁটি, ছাতা মাইক, টয়লেট পরিস্কার, বিদ্যুৎ লাইনসহ বিভিন্ন কাজ করছেন। ময়দানের উত্তর-পশ্চিম কোণে বিদেশি নিবাসের পাশে প্রস্তুত করা হচ্ছে মূল বয়ানমঞ্চ।
মঙ্গলবার ইজতেমা ময়দানে গিয়ে দেখা যায়, ময়দানের উত্তর-পশ্চিম কোণে বিদেশী মেহমানদের থাকার জায়গা ও বয়ান মঞ্চের পূর্ব, উত্তর ও দক্ষিণ পাশের জায়গাটুকুতে সামিয়ানা টানানো হচ্ছে। মূল বয়ানমঞ্চের কাজ এগিয়ে চলছে। ইতিমধ্যে ময়দান প্রস্তুতির কাজ ৮০% কাজ সম্পন্ন হবে বলে জানিয়েছেন স্বেচ্ছাসেবী মুসল্লিরা।
ঢাকার কেরানীগঞ্জ থেকে ময়দানে কাজ করতে আসা মাহবুব আলম (৪৯) জানান, আমরা একটি দল ময়দানে স্বেচ্ছাশ্রমে কাজ করতে এসেছি। মাঠে খুঁটি গাঁড়া, সামিয়ানা টানানোসহ মাঠ প্রস্তুতি কাজ করছি। আশা করছি, ইজতেমা শুরুর ৩ থেকে ৪ দিন আগেই ময়দানের প্রস্তুতি কাজ শেষ হবে ইনশাআল্লাহ।
তাবলীগ জামাত বাংলাদেশ শূরারী নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান বলেন, যারা ওলামায়ে কেরামদেরকে মহব্বত করেন, দ্বীনকে মহব্বত করেন, হকের পথে আছেন, তারা ধুলা বালির মধ্যেও ইজতেমা ময়দানে স্বেচ্ছাশ্রম দিয়ে যাচ্ছেন এবং আখেরি মোনাজাত পর্যন্ত এ কাজ চালিয়ে যাবেন।
তিনি আরও বলেন, ইজতেমায় অংশগ্রহণের জন্য ইতিমধ্যে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বিদেশি মেহমানরা ইজতেমা ময়দানে আসা শুরু করেছেন।
ইজতেমা ময়দানে মূল বয়ানমঞ্চ তৈরির জিম্মাদার মোশাররফ হোসেন জানান, বয়ানমঞ্চ প্রস্তুতি কাজ এগিয়ে চলছে। দীর্ঘ ১৬ বছর যাবত বিশ্ব ইজতেমার বয়ানমঞ্চ তৈরির কাজ করে যাচ্ছি। আশা করছি, আগামী ৪/৫দিনের মধ্যে মঞ্চ তৈরির কাজ শেষ হবে।
এদিকে ইজতেমা ময়দানের পশ্চিম পাশে মুসল্লিদের নদী পারাপারের জন্য সেনাবাহিনীর তত্ত্বাবধানে নির্মাণ করা হচ্ছে অস্থায়ী ভাসমান সেতু। ইজতেমা ময়দানকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের পর্যবেক্ষণে রাখতে ইজতেমা ময়দানের প্রতিটি সীমানায় তৈরি করা হচ্ছে ওয়াচ টাওয়ার।
গত রবিবার গাজীপুর সিটি কপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট টঙ্গী স্টেশন রোড এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। অভিযানের প্রথম দিনে রাস্তার উপর সকল প্রকার অবৈধ অস্থায়ী দোকানপাট উচ্ছেদ এবং জরিমানা করা হয়।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে ইজতেমা ময়দানে প্রবেশের প্রতিটা ফটকে সিসি ক্যামেরা লাগানো হচ্ছে। ইজতেমা ময়দান ও এর আশপাশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ পদক্ষেপ নেওয়া হচ্ছে।
টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ ইসকান্দার হাবিবুর রহমান বলেন, আমরা আশা করছি, প্রতি বছরের ন্যায় এবারো শান্তিপূর্ণভাবে ইজতেমা অনুষ্ঠিত হবে। ইজতেমায় আগত মুসল্লিদের সার্বিক নিরাপত্তায় পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যরা প্রস্তুত রয়েছে। ইতোমধ্যে ইজতেমা ময়দানের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মোতায়েন রয়েছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here