বিশ্বকাপে টেন্ডুলকারেরও ‘অভিষেক’ ঘটছে!

0
192
728×90 Banner

ডেইলি গাজীপুর স্পোর্টস: বিশ্বকাপে ধারাভাষ্যকার হিসেবে দেখা যাবে শচীন টেন্ডুলকারকে। গতকাল বৃহস্পতিবার ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা ম্যাচে ধারাভাষ্যকক্ষে থাকেন বিশ্বকাপে সর্বাধিক রান সংগ্রহকারী শিরোনাম দেখে ভ্রæকুটি জাগতেই পারে। শচীন টেন্ডুলকারের বিশ্বকাপ অভিষেক? সে তো আদিকালের কথা, মানে ১৯৯২ বিশ্বকাপে অভিষেক ঘটেছে ভারতীয় কিংবদন্তির। এরপর একে একে খেলেছেন টানা পাঁচটি বিশ্বকাপ। সব মিলিয়ে জাভেদ মিয়াঁদাদের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চসংখ্যক বিশ্বকাপে (৬) খেলার রেকর্ডটা টেন্ডুলকারের। এই বিশ্বকাপে তাঁর আবার কিসের অভিষেক!
অভিষেকটা আসলে মাঠের বাইরে। খোলাসা করে বললে মাইক্রোফোন হাতে ধারাভাষ্যকক্ষে। ছয় বছর আগেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো টেন্ডুলকার ধারাভাষ্যকার হিসেবে অভিষিক্ত হচ্ছেন এবারের বিশ্বকাপে। ওভালে গতকাল বাংলাদেশ সময় বেলা সাড়ে তিনটায় ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে শুরু হয়েছে বিশ্বকাপ। এ ম্যাচে ধারাভাষ্যকক্ষে ছিলেন টেন্ডুলকার।
ম্যাচের আগে টিভি চ্যানেল স্টার স্পোর্টসে ‘শচীন ওপেনস এগেইন’ অনুষ্ঠানেও মূল ভ‚মিকায় থাকেন বিশ্বকাপে সর্বোচ্চ রান ও সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ডধারী এ কিংবদন্তি। সেখানে সঙ্গ দেন টেন্ডুলকারের খেলোয়াড়ি জীবনে পক্ষে-বিপক্ষে খেলা সাবেক ক্রিকেটাররা। এবার বিশ্বকাপে ২৪ জন ধারাভাষ্যকারের নাম আগেই জানিয়েছে আইসিসি। মাইকেল ক্লার্ক, সৌরভ গাঙ্গুলী, কুমার সাঙ্গাকারা, মার্ক নিকোলাস, হর্শা ভোগলে তাঁদের অন্যতম।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here