‘বিশ্বসুন্দরী’ ছবিতে পরীমনি

0
217
728×90 Banner

ডেইলি গাজীপুর বিনোদন: চিত্রনায়িকা পরীমনি। এরইমধ্যে বেশকিছু ছবি দর্শকদের উপহার দিয়েছেন। কিছুদিন আগে চয়নিকা চৌধুরীর ‘বিশ্বসুন্দরী’ ছবিতে চুক্তিবদ্ধ হন তিনি। এ ছবিতে তার বিপরীতে নায়ক হিসেবে দর্শকরা দেখতে পাবেন সিয়াম আহমেদকে। অন্যদিকে স¤প্রতি একটি ওয়েব সিরিজে কাজ শুরু করছেন পরী। এর নাম ‘পাফ ড্যাডি’। এটি পরিচালনা করছেন মাসুদ হাসান উজ্জ্বল। এতে পরীমনি দারুণ অভিনয়ও করছেন বলে জানান এই নির্মাতা। এই ওয়েব সিরিজে কী ধরনের চরিত্রে তাকে দর্শকরা দেখতে পাবেন জানতে চাইলে নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল বলেন, গত ১১ই মে থেকে এই ওয়েব সিরিজের কাজ শুরু হয়েছে। এখানে পরীমনির চরিত্রের নাম টিনা। একজন চিত্রনায়িকার চরিত্রেই তিনি অভিনয় করছেন। পলিটিক্যাল থ্রিলার ঘরানার এই সিরিজে দারুণ অভিনয় করছেন পরীমনি। কাজের ক্ষেত্রে খুবই মনোযোগী লেগেছে পরীকে। আর এই কাজটির বাজেট ভালো। তাই আয়োজনও বড় পরিসরে হচ্ছে। পরীমনি এই ওয়েব সিরিজটি নিয়ে বলেন, এর আগেও বেশকিছু ওয়েব সিরিজে কাজ করার জন্য প্রস্তাব পেয়েছিলাম। তবে সেগুলো মনের মতো ছিল না। হঠাৎ মাসুদ হাসান উজ্জ্বলের ওয়েব সিরিজে কাজের জন্য প্রস্তাব পেলাম এবং এর গল্পটি পড়ে অনেক ভরসা পেলাম। কাজ শুরু করলাম। ভালো চিত্রনাট্যের সঙ্গে আর আপোশ করেননি পরীমনি। তিনি এখন টানা এই ওয়েব সিরিজে কাজ করছেন। নতুন লুকে দর্শকরা তাকে এই ওয়েব সিরিজে দেখতে পাবেন। এদিকে দশ পর্বের এই ওয়েব সিরিজে আরো অভিনয় করছেন শহীদুজ্জামান সেলিম, আজাদ আবুল কালাম, বিজরী বরকতুল্লাহ, ইন্তেখাব দিনার, মৌটুসি বিশ্বাসসহ অনেক অভিনয়শিল্পী। এটি প্রযোজনা করছে অনলাইন প্ল্যাটফর্ম বঙ্গবিডি। অন্যদিকে পরীমনি শিগগিরই তার নতুন ছবি ‘বিশ্বসুন্দরী’-এর কাজ শুরু করবেন। এই ছবির বিষয়ে তিনি বলেন, সৌন্দর্য যে শুধু বাহ্যিক নয়, সৌন্দর্য হতে পারে মন-মননের। সেটাই শক্তিশালী একটি চিত্রনাট্যের মাধ্যমে এই গল্পে ফুটে উঠবে। জুন মাস থেকে টানা এ ছবির শুটিং শুরু হবে বলে জানা যায়। প্রসঙ্গত, সবশেষ গিয়াসউদ্দিন সেলিমের ‘স্বপ্নজাল’ ছবিতে দর্শকরা পরীমনিকে শুভ্রা চরিত্রে দেখতে পান। ছবিতে তার অভিনয় দর্শকমহলে বেশ প্রশংসা পায়। এ ছবিতে তার বিপরীতে অভিনয় করেন ইয়াশ রোহান।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here