Daily Gazipur Online

বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় বিশ্বনবী (দ.) এর আদর্শ অনুশীলনের বিকল্প নেই

ডেইলি গাজীপুর ( সংবাদ বিজ্ঞপ্তি ): আহলে সুন্নাত ওয়াল জামা’আতের বিশিষ্ট আলেমেদ্বীন, মিডিয়া ব্যক্তিত্ব আল্লামা মুফতি আলাউদ্দিন জিহাদী কারামুক্ত হয়ে চট্টগ্রাম আগমন করলে ০৭ অক্টোবর বুধবার বিকালে আন্জুমানে রজভীয়া নূরীয়া বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের উদ্যোগে সংগঠনের কার্যালয়ে এক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশের কেন্দ্রীয মহাসচিব ও আন্জুমানে রজভীয়া নূরীয়া বাংলাদেশের চেয়ারম্যান পীরে তরিক্বত আল্লামা মুহাম্মদ আবুল কাশেম নূরী (মু.জি.আ)। উদ্বোধনী বক্তব্য রাখেন ট্রাস্টের জেনারেল সেক্রেটারী এ্যাডভোকেট আব্দুর রশিদ দৌলতি। সংবর্ধেয় অতিথি ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামা’আতের বলিষ্ট কণ্ঠস্বর মিডিয়া ব্যক্তিত্ব আল্লামা মুফতি আলাউদ্দিন জিহাদী (মু.জি.আ)। সংগঠনের দপ্তর সচিব মাওলানা আব্দুল কাদের রজভীর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাওলানা শায়েস্তা খাঁন আল মাইজভান্ডারী, মাওলানা মাহবুবুল আলম নূরে বাংলা, মাওলানা জহিরুল ইসলাম ফরিদী, আবু ছালেহ আঙ্গুর, মুহাম্মদ মিঞা জোনায়েদ, মুহাম্মদ ফরিদুল আলম, মুহাম্মদ মাছুমুর রশিদ কাদেরী, মুহাম্মদ ওমর আলী, মাওলানা আবুন নূর মুহাম্মদ হাস্সান নূরী, মুহাম্মদ সৈয়দুল হক, মুহাম্মদ আরাফাত, আবু গালেব মুহাম্মদ রায়হান নূরী, মুহাম্মদ আমান উল্লাহ, মুহাম্মদ রিয়াদ, মুহাম্মদ মোস্তফা, মুহাম্মদ মহিউদ্দিন, মুহাম্মদ মাসুদ, আবু ছালেহ মুহাম্মদ ছাফওয়ান নূরী, মুহাম্মদ জসিম উদ্দিন, মুহাম্মদ শেহাব, সাওবান নূরী, মুহাম্মদ বেলাল রেযা, সায়হান নূরী, মুহাম্মদ রুহুল আমিন, মুহাম্মদ বরাত, মুহাম্মদ শাকিল প্রমুখ। সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, বিশ্বমানবতার মুক্তির দূত, ইসলামের শেষ ও সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল হযরত মুহাম্মদ (দ.)’র আগমনের মধ্য দিয়ে আরবের যত অন্ধকারচ্ছন্নতা, বর্বরতা এবং সকল প্রকার পৈশাচিকতা ও পাপ পঙ্কিলতা থেকে মুক্ত হয়ে সমাজে সাম্য ও মানবতা প্রতিষ্ঠিত হয়েছিল। তিনি বলেন-বিশ্বশান্তি ও কল্যাণের পথই হল মহানবী (দ.)’র অনুপম শিক্ষা ও সামাজিক সংস্কারের মূল চেতনা। জগতে ধর্ষণ, বলৎকার, ব্যবিচার, হিংসা-বিদ্বেষ, সন্ত্রাস, দুর্নীতি, শোষণ, বঞ্চনা, বৈষম্য ও বিভ্রান্তি দূরীভূত হয়ে মানব সমাজে শান্তি ও সংহতি প্রতিষ্ঠায় মহানবী (দ.)’র জীবনাদর্শ বাস্তবায়িত হোক এটাই প্রত্যাশা।