Daily Gazipur Online

বিশ্ব ইজতেমায় গত দুই দিনে ৯জন মুসল্লির মৃত্যু , অগ্নিদগ্ধ-১

এস,এম,মনির হোসেন জীবন: রাজধানীর অদূরে গাজীপুরের শিল্পনগরী টঙ্গী তুরাগ নদীর তীরে চলতি বছরের অনুষ্ঠিতব্য ৫৫তম বিশ্ব ইজতেমা মাঠে অসুস্থ হয়ে গত দুই দিনে এখন পর্যন্ত ৯ জন মুসল্লির মৃত্যু হয়েছে। নিহতরা মুসল্লিরা হলেন- কুমিল্লার দেবিদ্বার থানার ডিমলা এলাকার তমিজ উদ্দিন (৬৫), রাজশাহীর চারঘাট থানার বনকি এলাকার আব্দুর রাজ্জাক (৭০), ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থানার তোল্লা এলাকার শাহজাহান (৬০), বরিশালের গৌরনদী থানার খালিশপুর এলাকার আলী আজগর (৫৫) ও নারায়ণগঞ্জের বন্দর থানার কলাবাগান এলাকার ওসমান গণি ইউসুফ (৫০), নওগাঁর আতরাই থানার পাইকার বড়বাড়ি এলাকার সোলাইমান মিয়ার ছেলে শহিদুল ইসলাম (৫০) ইয়াকুব আলী (৮৫), খোকা মিয়া (৬০), ও মোহাম্মদ আলী (৭০) ।
এছাড়া ইজতেমা মাঠে রান্না করার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শহীদ হোসেন (৭৪) নামে এক মুসল্লি অগ্নিদগ্ধ হয়েছেন। তাকে ঢামেক হাসপাতালে বার্ণ ইউনিয়ে ভর্তি করা হয়েছে। অসুস্থ ও বার্ধক্যজনিত কারণে তাদের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার ও শুক্রবার গত দুই দিনের ব্যবধানে ইজতেমা ময়দানে মোট ৯জন মুসল্লি মারা যান।
বিশ্ব ইজতেমার মুরব্বি মো. মেজবাহ উদ্দিন আহম্মেদ শনিবার দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, পাঁচজন শুক্রবার রাতে বিভিন্ন সময় কনকনে শীত,ঠান্ডা, অসুস্থ ও বার্ধক্যজনিত কারণে তারা মারা গেছেন । পরে নিহতদের জানাযা নামাজ ইজতেমা মাঠে অনুষ্টিত হয়।
গাজীপুরের টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: এমদাদ হোসেন এসব তথ্য নিশ্চিত করে জানান, শনিবার সকাল পর্যন্ত ইজতেমায় অংশ নেওয়া মোট ৯ জন মুসল্লির মৃত্যু হয়েছে।
তিনি বলেন, শুক্রবার জুমার নামাজের পর ইজতেমা মাঠে রান্না করার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শহীদ হোসেন (৭৫) নামের এক মুসল্লি দগ্ধ হন। তাকে প্রথমে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠান। তিনি ঢাকার মোহাম্মদপুর এলাকার বাসিন্দা বলে জানা গেছে।