Daily Gazipur Online

বিড়ির উপর বৈষম্যমূলক অতিরিক্ত শুল্ক প্রত্যাহারসহ ৭ দফা দাবিতে নড়াইলে মানববন্ধন

উজ্জ্বল রায়, নড়াইল প্রতিনিধি: নড়াইলে বিড়ির উপর বৈষম্যমূলক অতিরিক্ত শুল্ক প্রত্যাহারসহ ৭ দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বিড়ি ভোক্তা পক্ষ বৃহত্তর নড়াইল অঞ্চলের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন বিড়ি ভোক্তা পক্ষ বৃহত্তর নড়াইল অঞ্চলের সভাপতি নাসির উদ্দিন, সাধারন সম্পাদক রবিউল ইসলাম, সদস্য হালিম, সরোয়ার, প্রতাপ, রুহুল আমিন প্রমূখ। এসময় বিভিন্ন শ্রেনীপেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিড়িকে শিল্প হিসাবে আখ্যায়িত করেছিলেন। অনেক লোক এই বিড়ি শিল্পর উপর নির্ভর করে জীবিকা অর্জন করে থাকেন। অতিরিক্ত কর আরোপ করলে এই শিল্প বন্ধ হয়ে যাবে। তাহলে আমরা অনেক মানুষ বেকার হয়ে যাব। বর্তমানে এক শ্রেনীর ভারতের দালালরা বিড়ির উপর বৈষম্যমূলক অতিরিক্ত শুল্ক আরোপ করছেন। অবিলম্বে বিড়ির উপর বৈষম্যমূলক অতিরিক্ত শুল্ক প্রত্যাহারসহ ৭ দফা দাবী না মানলে আমরা বৃহত্তর আন্দোলনে যাওয়ার ও হুমকি দেন বক্তারা।