Daily Gazipur Online

বীর বিক্রম শহীদ আবদুল মান্নানের দেহাবশেষ নবীনগরে স্থানান্তর স্থান পরিদর্শন

নবীনগর(ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা শ্যামগ্রাম ইউনিয়নের নোয়াগ্রামের কৃতি সন্তান বাংলাদেশ পুলিশের উজ্জ্বল নক্ষত্র বীর বিক্রম শহীদ কনস্টেবল আবদুল মান্নানের দেহাবশেষ চট্রগ্রামস্থ রাউজান থেকে পৈত্রিক নিবাসে স্থানান্তরের প্রস্তাবিত দুইটি স্থান পরিদর্শন করেছেন পুুলিশের একটি টিম। আজ মঙ্গলবার(০১ডিসেম্বর) নবীনগর সার্কেল এর সহকারি পুলিশ সুপার মকবুল হোসেন, অফিসার ইনচার্জ আমিনুর রশিদ, অফিসার ইনচার্জ(তদন্ত) রুহুল আমীন ও বিট পুলিশের ইনচার্জ মামুন আল রশিদসহ জেলা পুলিশের এ টিম স্থান দুইটি পরিদর্শন করেন। এ সময় ইউপি চেয়ারম্যান আমির হোসেন বাবুল,বীর বিক্রম মান্নানের ভাই নূরুল মোমেনসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। টিম লিডার সহকারি পুলিশ সুপার মকবুল হোসেন বলেন,মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় থেকে চিঠি প্রাপ্তি পর স্থান নির্ধারনের জন্য আমরা দুইট জায়গা পরিদর্শন করি কিন্তু জায়গা সক্রান্ত কিছু সমস্য থাকায় এখনো স্থান চুড়ান্ত করা যায়নি।