বুধবার পদত্যাগ করবেন রাজাপাকসে

0
100
728×90 Banner

নিউজ ডেস্ক: তীব্র অর্থনৈতিক সংকটের মধ্যে চলা বিক্ষোভের মুখে নিজের সরকারি বাসভবন ছেড়ে পালিয়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে। রাজাপাকসে আগামী বুধবার ( ১৩ জুলাই) পদত্যাগ করবেন।
দেশটির সংসদের স্পিকার মাহিন্দা ইয়াপা আবেবর্ধনে এই তথ্য জানিয়েছেন। খবর বিবিসির।
এর আগে শনিবার (০৯ জুলাই) বিক্ষোভকারীরা তার বাসভবনে ঢুকে পড়ে।
গোতাবায়ার বাসভবনে হামলার পর বিভিন্ন দলের নেতাদের নিয়ে জরুরি বৈঠকে বসেন প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে। এই বৈঠকের পর তিনিও পদত্যাগ করার কথা জানান।
১৯৪৮ সালে ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভের পর সবচেয়ে মারাত্মক আর্থিক সংকট পার করছে শ্রীলঙ্কা। ২০২২ সালের মার্চ মাস থেকে অর্থনৈতিক সংকটের জেরে শ্রীলঙ্কার পরিস্থিতির চরম অবনতি ঘটে। প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের পদত্যাগের দাবিতে সরব হয় গোটা দেশ। ভোগ্যপণ্যের আকাশচুম্বী দাম, জ্বালানির অস্বাভাবিক দাম বৃদ্ধি, বিদ্যুৎ বিভ্রাট, ওষুধের তীব্র সংকট এসবের জন্য প্রেসিডেন্ট গোতাবায়া ও তার ভাই সাবেক প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসেকে দায়ী করে আসছেন আন্দোলনকারীরা।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here