Daily Gazipur Online

বেলকুচিতে পিছিয়ে থাকা জনগোষ্ঠীরকে খাবার বিতরণ করলো “বর্ণালী বেলকুচি”

আবির হোসাইন শাহিন সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার বন্যাদূর্গত এলাকায় ছিন্নমূল জনগোষ্ঠীর মাঝে খাবার বিতরণ করেছে রাজাপুরের কতিপয় যুবকদের স্বেচ্ছাসেবী সংগঠন বর্ণালী বেলকুচি (মাটির ঘ্রাণে, শেকড়ের টানে)
১২ ই জুন, রবিবার উপজেলার সমেশপুর, তামাই,আদাচাকী চালা মেঘুল্লা মাদ্রাসার এলাকায় সমাজের অবহেলিত জনগোষ্ঠীর মাহে ২০০ পরিবারের মাঝে খাবার বিতরণ করা হয় ।
উল্লেখ্য করোনা মহামারিতে এর আগেও প্রায় ৫০০ পরিবারকে সহায়তা ও ঈদ সামগ্রী বিতরণ করেন এই সংগঠনটি।
সাম্প্রতিক বন্যার প্রভাবেও তাদের থেমে নেই তাদের পথচলা।
নেই কোনো স্থায়ী কাজের সুবিধা…নেই কোনো প্রণোদনা…! একবেলা দু-মুঠো খেয়ে বেঁচে আছে অবহেলিত এই প্রান্তিক জনগোষ্ঠীরা ।
বন্যাদূর্গত আসমাখাতুন(৪০) বলেন, কয়েকবছর আগেও আমাদের বাড়ী ছিলো হরিনাথপুর চরে। যমুনার ভাঙ্গনে নদীগর্ভে চলে গিয়েছে বাড়ি-ঘর, জমি-জিরাত । এখন দিন এনে দিন চলে আমাদের সংসার। এখন করোনা মহামারিতে কাজের সেরকম নিশ্চয়তা না থাকায় ৬ জনের পরিবার নিয়ে চলতে খুব অসুবিধা হচ্ছে।আমাগো দেখার কেউ নাই তোমাগো আল্লাহ বাচা রাখুক বাবারা!
এ বিষয়ে বর্ণালী বেলকুচি স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি হাফিজুর রহমান জানান,বেলকুচির অসহায় মানুষদের প্রতি দায়বদ্ধতার জায়গা থেকে বৃষ্টি উপেক্ষা করে আমাদের এই আয়োজন ।
বর্ণালী পরিবার বিগতদিনগুলোর মতোই সবসময় মানবতার প্রতি ভালবাসা প্রদর্শন করে যাবে ।সেইসাথে সমাজের বিত্তবান, জনপ্রতিনিধি ও প্রশাসন কে অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর আহব্বান জানাচ্ছি ।
এই আয়োজনে আরো উপস্থিত ছিলেন বর্ণালী বেলকুচি স্বেচ্ছাসেবী সংগঠনের সাধারণ সম্পাদক এস,এ শুভ। কার্যনির্বাহী সদস্য আবির হোসেন শাহিন, মোহাম্মদ নাসিম, তৌহিদ আকন্দ, ইয়াকুব হোসেন,হাবিবুল্লাহ, নাসির হোসেন, তামিম আকন্দ প্রমুখ ।