ডেইলি গাজীপুর প্রতিবেদক : টাঙ্গাইলে কৃত্রিম সংকট সৃষ্টি করে বেশি দামে হ্যান্ড স্যানিটাইজার, গ্লাভস ও মেয়াদোর্ত্তীণ ওষুধ বিক্রি করায় আট ফার্মেসিকে এক লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার দুপুর থেকে বিকেল পর্যন্ত শহরের সাবালিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপস পাল।
তিনি জানান, করোনাভাইরাস আতঙ্ককে পুঁজি করে বেশি দামে হ্যান্ড স্যানিটাইজার, গ্লাাভস ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে রাফি মেডিকেলকে ২০ হাজার, রাজীব মেডিকেলকে ১০ হাজার, সেবা মেডিকেলকে ১৫ হাজার, অনিক মেডিকেলকে পাঁচ হাজার, রাজধানী মেডিকেলকে ২০ হাজার, শ্রাবণ মেডিকেলকে ৪০ হাজার, শাহ আলম মেডিকেলকে ২৫ হাজার, মা মেডিকেলকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে মেয়াদোত্তীর্ণ ওষুধ উদ্ধার করে ধ্বংস করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন র্যাব-১২ এর টাঙ্গাইল সিপিসি’র কমান্ডার মেজর আবু নাঈম মোহাম্মদ তালাত, এডিশনাল এসপি শফিকুর রহমান, জেলা ওষুধ প্রশাসন অধিদফতরের সহকারী পরিচালক ডা. নারগিস আক্তার প্রমুখ।