Daily Gazipur Online

বোনের হাতে ভাই খুন: আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমুলক জবানবন্দি!!

উজ্জ্বল রায় নড়াইল প্রতিনিধি: নড়াইলে তুচ্ছ ঘটনায় শিশু রমজানকে খুন করেছে তার খালাতো বোন। অভিযুক্ত খালাতো বোন মীম আক্তার (১৩) সপ্তম শ্রেণিতে পড়ে। শিশু শ্রেণিতে পড়ত রমজান (৭)। পৌর এলাকার সিংগা গ্রামে নানাবাড়িতে তারা বসবাস করত। মীমকে ডিম বলে প্রায়ই ক্ষ্যাপাতো রমজান। গত বুধবার ক্ষ্যাপাতে থাকলে রমজানকে মীম মারপিট করে। রমজান বাড়ির উঠানে পড়ে গেলে গলা চেপে ধরে মীম। এতে শ্বাসরোধ হয়ে রমজানের মৃত্যু হয়। এরপর রমজানের মামি পুতুল বেগম কোলে করে নিয়ে লাশ ফেলে আসে পার্শ্ববর্তী নালায়। গতকাল নড়াইলের আমলি আদালতের বিচারক আমাতুল মোর্শেদার কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে মীম। সিংগা গ্রামের একটি বাগানের পাশে নালায় শিশুটির লাশ পাওয়া যায়। খুনের ঘটনায় শিশুটির নানা হাবিবুর রহমান অজ্ঞাতনামা ব্যক্তিদের নামে থানায় মামলা করেন। পুলিশ এর আগে শিশুটির বাবা, মামা, খালা ও খালুকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়। পুলিশ ও স্থানীয় লোকজন জানান, শিশুটির মা বুদ্ধি প্রতিবন্ধি মাবিয়া আক্তারের সঙ্গে বাবা ইলিয়াস হোসেন ইলু শেখ’র প্রেমজ সম্পর্ক গড়ে উঠে। পরে অন্তঃসত্ত¡া হয়ে পড়ে মাবিয়া। সামাজিক চাপে ইলিয়াস বিয়ে করে মাবিয়াকে। বিয়ের একমাস পর জন্ম হয় রমজানের। জন্মের পর শিশু রমজানকে নিয়ে বাবার বাড়িতেই ছিলেন মাবিয়া। তিন বছর আগে হৃদরোগে মারা যান মাবিয়া। এরপর নানাবাড়িতে অযতœ, অবহেলা ও মারধরের শিকার হয়ে বড় হচ্ছিল রমজান। নড়াইলের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার) বলেন, সিংগা গ্রামের একটি বাগানের পাশে নালায় শিশুটির লাশ পাওয়া যায় ‘প্রথম থেকেই স্বজনদের দিকে সন্দেহের তীর ছিল খালাতো বোন মীম আক্তারকে আটক করে থানা পুলিশ। এ হত্যা মামলার তদন্ত কর্মকর্তা নড়াইলের লোহাগড়া থানার এসআই মিলটন কুমার দেবদাস বলেন, অভিযুক্ত খালাতো বোন মীম আক্তার জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে হত্যাকান্ডের বর্ণনা দেয়। ‘প্রথম থেকেই স্বজনদের দিকে সন্দেহের তীর ছিল। সেভাবে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে মীম আক্তার হত্যাকান্ডের বর্ণনা দেয়। পরে ১৬৪ ধারায় আদালতে তার স্বীকারোক্তি মূলক জবানবন্দি রেকর্ড করা হয়েছে।