মোঃ বায়েজীদ হোসেন: বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত জোয়াওতা বাজরা ডি অলিভেরা জুনিয়র এবং ব্রাজিলিয়ান ফেডারেল সেভিংস ব্যাংক এর প্রেসিডেন্ট পেদ্রো ডুয়ার্তে গুইমারেসের নেতৃত্বে একটি প্রতিনিধি দল আজ রবিবার (২৭ ফেব্রুয়ারি ২০২২) গাজীপুরে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) এর সদর দপ্তর পরিদর্শন করেন। ব্রির মাননীয় মহা পরিচালক ড. মো: শাহজাহান কবীর প্রতিনিধি দলকে স্বাগত জানান। পরে ব্রির ভিআইপি সভা কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় ব্রির মাননীয় মহা পরিচালক জানান, বিশ্বের সাথে তাল মিলিয়ে ব্রির গবেষণা কার্যক্রম পরিচালনা করা হয়। যেখানে খাদ্য নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে।এ সময়ে ব্রির মহা পরিচালক ধানকে ব্রাজিলের অন্যতম প্রধান ফসল উল্লেখ করে এ ক্ষেত্রে ব্রাজিল এবং বাংলাদেশের মধ্যে আনুষ্ঠানিক সহযোগিতার উপর গুরুত্বারোপ করেন। এ সময় ব্রির পরিচালক (প্রশাসন ও সাধারণ পরিচর্যা) ড. মো: আবুবকর ছিদ্দিক, পরিচালক (গবেষণা) ড. মোহাম্মদ খালেকুজ্জামান, উচ্চ শিক্ষা ও গবেষণা সমন্বয়কারী ড. মুন্নুজান খানমসহ বিভাগীয় ও শাখা প্রধান গণ উপস্থিত ছিলেন। ব্রাজিল প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন ব্রাজিলিয়ান ফেডারেল সেভিংস ব্যাংক এর রিটেইল নেটওয়ার্কের ভাইস প্রেসিডেন্ট পাওলো হেনরিক অ্যাঞ্জেলোসুজা, লিগ্যালডিরেক্টর গ্রাইকোসঅ্যাটমভ্যালেন্তেল রিরো, রিটেল প্রোডাক্ট এর এক্সিকিউটিভডিরেক্টর এডুয়ার্ডোফাক আন্তোনিও, ব্রাজিল দূতাবাসের ট্রেড এনালিস্ট নাহিদ ফেরদৌসি উপস্থিত ছিলেন। সভায় ব্রির অর্জন ও অগ্রগতি সম্পর্কে পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন উদ্ভিদ প্রজনন বিভাগের প্রধান ড. খোন্দকার মো: ইফতেখারুদ্দৌলা। মতবিনিময় কালে ব্রাজিলিয়ান ফেডারেল সেভিংস ব্যাংক এর প্রেসিডেন্ট পেদ্রো ডুয়ার্তে গুইমারেস ব্রির গবেষণা কার্যক্রমের ভুয়সী প্রশংসা করেন।ড. মো: শাহজাহান কবীরের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভা শেষে ব্রির পক্ষ থেকে ক্রেস্ট এবং বিভিন্ন উপহার সামগ্রী ব্রাজিলিয়ান প্রতিনিধি দলের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।