ব্র্যাকের নারী উদ্যোক্তাদের সাথে আর্থিক প্রতিষ্ঠানের সংযোগ কর্মশালা অনুষ্ঠিত

0
395
728×90 Banner

মোঃ আতিকুল্লাহঃ ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসূচির আওতায় ইকোনমিক রিকোভারী ফর এমএসএমই, ইন বাংলাদেশ প্রকল্পের অধীনে নারী উদ্যোক্তাদের সাথে গত বৃহস্পতিবার টঙ্গীর হোসেন মার্কেস্থ একটি রেস্টুরেন্টে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। করোনাকালীন সময়ে নারী উদ্যোক্তারা যে ব্যবসায়িক ক্ষতির সম্মুখীন হয়েছে তা থেকে উত্তরনে তাদেরকে সহজ শর্তে কীভাবে আর্থিক সহায়তা করা যায় সে বিষয়ে উক্ত কর্মশালাটি অনুষ্ঠিত হয় । কর্মশালায় বলা হয়, প্রজেক্ট থেকে উদ্যোক্তাদের ইতিমধ্যে বিনা মূল্যে ব্যবসা ও প্রাতিষ্ঠানিক রূপদান দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। পাশাপাশি যদি বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান তাদেরেকে সহজ শর্তে আর্থিক সুবিধা প্রদান করেন তাহলে তারা ঘুরে দাঁড়াতে পারবে।
কর্মশালায় আইএফআইসি ব্যাংক, ব্র্যাক ব্যাংক, প্রাইম ব্যাংক লিমিটেড, আইডিএলসি,মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক,ইউনাইটেড ফাইন্যান্স লিমিটেড, আশা এনজিও এবং বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন এবং নারী উদ্যোক্তাদের জন্য তাদের সহজ শর্তে লোনের বিষয় গুলো আলোচনা করেন এবং নারী উদ্যোক্তাদের লোন দেয়ার ব্যাপারে অনেকেই আগ্রহ প্রকাশ করেন। উদ্যোক্তাদের মধ্যে অনেকেই মুক্ত আলোচনায় অংশগ্রহণ করে তাদের সমস্যা গুলো তুলে ধরেন। কর্মশালায় মোট ২৬ জন নির্বাচিত নারী উদ্যোক্তা অংশগ্রহণ করেন। এছাড়াও উপস্থিত ছিলেন ব্র্যাকের ইকোনমিক রিকোভারী ফর এমএসএমই, ইন বাংলাদেশ প্রকল্পের সিনিয়র ফিল্ড টেকনিক্যাল অফিসার শফিকুল ইসলাম, এবং ফিল্ড টেকনিক্যাল অফিসার ইফাত জাহান লোপা। কর্মশালাটি পরিচালনা করেন ফিল্ড টেকনিক্যাল অফিসার আরজুমা ইসলাম মিতালী।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here