Daily Gazipur Online

ব্র্র্যাকের উদ্যোগে অভিজ্ঞতা ও শিখন বিনিময় কর্মশালা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার মোঃ আতিকুল্লাহ: ইউরোপিয়ন ইউনিয়নের আর্থিক সহায়তায় পরিচালিত ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসূচির প্রোগ্রেস প্রকল্পের উদ্যোগে সোমবার সকাল ১০ টায় ব্র্যাক সেন্টার ইন এ অভিজ্ঞতা ও শিখন বিনিময় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয় । প্রোগ্রাম ম্যানেজার জায়েদ উন নবীর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মি. আবুল মনছুর মোঃ ফয়জুল্লাহ, সচিব পরিকল্পনা মন্ত্রনালয়, বিশেষ অতিথির বক্তব্য রাখেন মোঃ হেলাল উদ্দিন, অতিরিক্ত সচিব শিল্প মন্ত্রনালয়। মোঃ মোস্তাক হাসান, চেয়ারম্যান বিসিক প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে মি. আবুল মনছুর মোঃ ফয়জুল্লাহ বলেন, হালকা প্রকৌশল শিল্প খাত বাংলাদেশের অন্যতম একটি সেক্টর । উক্ত সেক্টরের উন্নয়ন নিশ্চিত করতে হলে সম্মিলিত প্রয়াস বাস্তবায়নের বিকল্প নেই । এই সেক্টরের উন্নয়ন কল্পে ব্র্যাক যে প্রকল্প বাস্তবায়ন করছে তা অবশ্যই প্রসংসনীয় ।হালকা প্রকৌশল শিল্প খাত সম্ভাবনাময় খাতের অন্যতম একটি । উক্ত খাতে শ্রম বীনিযোগের এক বিশাল সুয়োগ রয়েছে বলে আমি বিশ্বাস করি ।
কর্মশালায় ব্র্যাকের দক্ষতা উন্নয়ন কর্মসূচির পরিচালক ব্রিগেঃ জেনারেল আফতাব উদ্দিন আহমেদ, টেকনিক্যাল ম্যানেজার সুহেল রানা, মনিটরিং এন্ড ইভালুয়েশন স্পেশালিস্ট রক্ষিত ভট্রাচার্য্, আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ গোলাম মোস্তফা প্রমূখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনায় সর্বাত্বক সহযোগিতা করেন ড. মোঃ আব্দুস সালাম, বিসিক এন্ড এনপিডি, প্রিজম।