Daily Gazipur Online

ভাতার টাকা এতিম খানায় বিলিয়ে দেব: গাসিক মেয়র

ডেইলি গাজীপুর প্রতিবেদক: গাজীপুর সিটি কর্পোরেশনের (গাসিক) মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেছেন, মানুষের সেবা করতেই আমি মেয়র হয়েছি। আমার সরকারি ভাতার টাকা এতিম খানায় বিলিয়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছি।
শুক্রবার সিটি কর্পোরেশনের বিভিন্ন প্রকল্প পরিদর্শনের সময় সাংবাদিকদের এ কথা জানান তিনি।
গাসিক মেয়র বলেন, জনগণ আমাকে ভোট দিয়েছে সিটি কর্পোরেশনের উন্নয়নমূলক কর্মকাণ্ড করতে এবং সাধারণ মানুষ যাতে উপকৃত হয়। রাস্তা ঘাট ভালো না থাকলে ও মানুষের জামা কাপড় ও মন পবিত্র না হলে নামাজ রোজা এবং আল্লাহর এবাদত বন্দেগী হবে না। এ জন্যই আগে রাস্তা ঘাট ভালো করতে হবে যাতে করে মানুষ পবিত্রতার সঙ্গে মসজিদে যাতায়াত করে নামাজ আদায় করতে পারেন।
মেয়র আরো বলেন,কিছু মানুষের অসুবিধা ও ক্ষতি হলেও বৃহত্তর স্বার্থে সিটি কর্পোরেশন এলাকায় সব রাস্তা ৩০ ফুট থেকে ৪০ ফুট প্রশস্ত করা হবে। রাস্তা না হলে কোনো এলকার উন্নয়ন হবে না। কারণ আমাদের ভবিষৎ পরিকল্পনা নিয়েই এগিয়ে যেতে হবে। আমি মাত্র পাঁচ বছরের জন্য এসেছি কিন্তু সিটি কর্পোরেশন আপনাদের আজীবন পযর্ন্ত থাকবে।