ভারতীয় এনআরসি বাতিলের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়

0
243
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: ১৯ ডিসেম্বর ২০১৯, বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাজতান্ত্রিক মজদুর পার্টির উদ্যোগে ভারতীয় এনআরসি বাতিলের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক ডাঃ সামছুল আলম এর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক কমরেড বীরমুক্তিযোদ্ধা হারুন চৌধুরী, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মাক্সবাদী সাধারণ সম্পাদক কমরেড ডাঃ এম এ সামাদ, প্রগতিশীল গণতান্ত্রিক পার্টির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, মজদুর পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য মাস্টার সিরাজুল ইসলাম ও কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড শেখ মোঃ আরিফ। উপস্থিত নেতৃবৃন্দ বলেন, ভারতের বিজিপি সরকারকে অনিতিবিলম্বে ভারতীয় নাগরিক পঞ্জি এনআরসি বাতিল করতে হবে। মুসলিমদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ করতে হবে এবং মুসলিমদের ২য় শ্রেণীর নাগরিক করার সিদ্ধান্ত থেকে মৌলবাদী বিজেপি সরকারকে এখনই সরে আসতে হবে। নচেত দক্ষিণ এশিয়ায় প্রগতিশীল গণতান্ত্রিক মুসলিম সম্প্রদায়ের মানুষ বিজেপি সরকারের বিরুদ্ধে আঞ্চলিক আন্দোলন গড়ে তুলবে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here