Daily Gazipur Online

ভালুকায় উপজেলা চেয়ারম্যান পদে আ‘লীগের মনোনয়ন প্রত্যাশী রিপনের গণসংযোগ

ডেইলি গাজীপুর প্রতিবেদক: আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আ’লীগের মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব আনিসুর রহমান খান রিপন এর নেতৃত্বে বিশাল এক গণ সংযোগ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে শতাধিক নেতা কর্মীদের সাথে নিয়ে ভালুকা বাজারের ব্যবসায়ীদের সাথে গণ সংযোগ ও কুশল বিনিময় করেন।
আলহাজ্ব আনিসুর রহমান খান রিপন ভালুকা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, উপজেলা যুবলীগের বর্তমান সভাপতিসহ বেশ কয়েকটি সামাজিক ও পেশাজীবি সংগঠনের দায়িত্বে পালন করছেন সুনামের সাথে।
গণ সংযোগে অন্যান্নদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের সহ-সভাপতি মকবুল হোসেন পাঠান ও মশিউর রহমান রুবেল, যুগ্ম সাধারণ সম্পাদক খাদেমুল ইসলাম খান, অর্থ বিষয়ক সম্পাদক আশিকুর রহমান খান, প্রচার ও প্রকাশনা সম্পাদক জনম মেশ্রী, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক খোকন হোসেন ঢালী, ক্রীড়া সম্পাদক আশরাফুল আলম পাপ্পু, বয়েজ ক্লাবের সভাপতি এস.এ. গোলপ ও সাধারণ সম্পাদক হাবিব উল্লাহ সবুজ, হবিরবাড়ি ইউনিয়ন যুবলীগের সভাপতি আবু সাঈদ, ডাকাতিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ হিল বাবুল প্রমুখ।