মোঃ ফিরোজ খান: প্রিয় মানুষটি আপনাকে ঘন্টায় ঘন্টায় কল দেয়,আপনার জন্য অপেক্ষা করে শুধুমাত্র আপনাকে ভালবাসেন বলেই।আপনি কি কখনও গভীর ভাবে একটি বার ভেবে দেখেছেন?কেনো কারণে-অকারণে এটা ওটা বলে,হয়তো আপনার কাছে এগুলো বিরক্ত মনে হয়, কিন্তু কখনো ভেবে দেখেছেন কেন এমন করে?হয়তো ব্যস্ততার কারণে আপনি ভাবনার সময় পাননি। প্রিয় মানুষটি আপনাকে খুব বেশী ভালোবাসে বলে এমনটা করে, সে আপনার কাছে একটু সময় চায়,অফুরন্ত ভালোবাসা চায়।এটা কি আপনার মনের মানুষের ভুল হয় কি?কখনও না!কেননা ভালোবাসা এমনই হয় যেটা আমরা সহজে বুঝতে চাইনা।
তবে একদিন হয়তো দেরী করে হলেও আপনি সেটা বুঝতে পারলেন, আর যখনই বুঝতে পারবেন তখন সেই রাগ করার মানুষটি আপনার পাশে নেই, আর তখন আপনার হতাশ হওয়া ছাড়া কিছুই থাকবেনা।দিন শেষে আমরা সবাই একজন মনের মানুষকে খুব বেশী মিস করি, তাকে ভেবে ঘুমাতে যাইকিন্তু দুচোখে তখন ঘুম আসবেনা, আর তখনই বুঝতে পারি তাকেই আমরা বেশি ভালোবাসি,দেরী করে হলেও সেটা একদিন আমরা বুঝতে পারি সহজে।
প্রিয় মানুষগুলোর চাওয়া খুব কম হয়, বড়জোর একটু খানি সময়,একটু খানি টেককেয়ার, আর অনেকগুলো স্মৃতি মেশানো ভালোবাসা সবসময় তাড়া করে বেড়ায়। ভালোবাসা বেঁচে থাকে আদরে-যত্নে, মান-অভিমানে, তবে অবহেলায় নয়। হাজার ব্যস্ততার মাঝে ভালোবাসার মানুষটিকে সময় দিন, তার পাশে থাকুন, তাকে বুঝুন। তবেই বেঁচে থাকবে ভালোবাসা। থাকবে আপন মানুষটিকে ঘিরে আপনার মনের গহীনে।অভাব থাকতে পারে জীবনের প্রতিটি ক্ষেত্রে এর জন্য কখনও ভালোবাসা হারিয়ে যায় না জীবন থেকে।এভাবেই ভালোবাসা বাচিয়ে রাখতে হয় সকল প্রকার বিপদ থেকে।ভালো থেকো ভালোবাসা।
মোঃ ফিরোজ খান
ঢাকা বাংলাদেশ।