Daily Gazipur Online

ভুলতা হাইওয়ে ক্যাম্পের কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত

এস এম জহিরুল ইসলামঃ হাইওয়ে পুলিশ গাজীপুর রিজিওনের পুলিশ সুপারের নির্দেশে ভুলতা হাইওয়ে পুলিশ ক্যাম্পের আয়োজনে গত ২২ আগস্ট বিট পুলিশিং সভার আয়োজন করা হয়। এতে নেতৃত্ব দেন ভুলতা হাইওয়ে ক্যাম্পেের ইনচার্জ মোঃ সালাউদ্দিন। সভায় মহাসড়কে অযান্ত্রিক যানবাহন ও থ্রি হুইলার চলাচলের অসুবিধাগুলোর বিষয়য়ে উপস্থিত চালক, মালিক,ও যাত্রীসহ সাধারন মানুষকে অবহিত করা হয়।
ভবিষ্যতে যেন এগুলো মহাসড়কে চলাচল না করে তার জন্য কঠোর হুশিয়ারি প্রদান করা হয়।
বিট পুলিশিং সভা শেষে মহাসড়কে চালক, মালিক, হেলপার ও পুলিশ সদস্যদের মাঝে মিনারেল পানির বোতল, করোনা প্রতিরোধে মাস্ক ও জনগনের মাঝে জনসচেতনতামুলক লিফলেট বিতরন করা হয়।