ভুল চিকিৎসায় আর কত মায়ের মৃত্যু: রফাদফা ১ লক্ষ ২০ হাজার টাকায়

0
216
728×90 Banner

মাসুদ রানা পলক, ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ে ডাক্তারের ভুল চিকিৎসায় পারুল আক্তার নামে এক রোগীর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। আর এই মুত্যুর ঘটনাটি ধামাচাপা দিতে ১ লক্ষ ২০ হাজার টাকা মিমাংশা করেছে প্রভাবশালী একটি মহল।
সোমবার রাত ১০টার দিকে শহরের ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটে।
নিহত পারুল আক্তার (২৩) সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের বাশুদেবপুর গ্রামে রাজীব হোসেনের স্ত্রী।
নিহতের স্বামী রাজীব হোসেন বলেন, তার স্ত্রী পারুল আক্তার গর্ভবতী ছিলেন। সোমবার সকাল ৬টার দিকে স্ত্রীর প্রসবের যন্ত্রণা বেড়ে যাওয়ায় তাকে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এরপর সকাল ৮টার দিকে ডাক্তার জাহাঙ্গীর আলম আমার স্ত্রীর অপারেশন করেন এবং একটি ছেলে সন্তান জন্ম হয়। অপারেশন শেষ হওয়ার কয়েক ঘন্টা পর থেকে আমার স্ত্রীর পেটের ব্যাথা প্রচন্ড আকার ধারণ করে এবং যন্ত্রণায় ছটফট করতে শুরু করে। তাৎক্ষণিকভাবে ক্লিনিকের দায়িত্বে থাকা স্টাফদের জানানো হলে তারা কোন সেবা প্রদান করেন নি; এমনকি ডাক্তার জাহাঙ্গীর আলমও কোন খোজখবর নেয়নি। রাত ১০ টার দিকে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে আমার স্ত্রীর মৃত্যু হয়।
এদিকে রোগীর আত্মীয়-স্বজনরা ক্ষিপ্ত হয়ে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতাল ভাংচুর করে।
তিনি বলেন, ডাক্তার জাহাঙ্গীর আলম আমার স্ত্রীর ঠিকমত অপারেশন করেনি; স্ত্রীর পেটে প্রচুর পরিমাণে রক্তক্ষরণ হওয়ায় সে মারা যায়। এটি পুরোপুরিভাবে ডাক্তারের ভুল চিকিৎসা। ডাক্তারের ভুলের কারণে আজ আমার স্ত্রী এই পৃথিবী থেকে বিদায় নিয়েছে। আমি ডাক্তার ও ক্লিনিক কর্তৃপক্ষের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।
এদিকে রাত ১২টার দিকে ঠাকরগাঁও ক্লিনিক মালিক সমিতির নেতৃবৃন্দ নিহতের পরিবারকে নিয়ে মিমাংশায় বসেন। সেখানে ১ লক্ষ ২০ হাজার টাকা দিয়ে ঘটনাটি ধামাচাপা দেওয়া হয়।
ঠাকরগাঁও ক্লিনিক মালিক সমিতির সভাপতি জুলফিকার আলী বলেন, মেয়েটি মারা গিয়েছে; হাজার চেষ্টা করলেও সে তোর আর ফিরে আসবে না। কিন্তু সদ্য জন্ম হওয়া ছেলে সন্তানটির ভবিষ্যতের কথা চিন্তা করে ১ লক্ষ ২০ হাজার টাকা নিহতের পরিবারকে দেওয়া হয়। মালিক সমিতির পক্ষ থেকে ওই ক্লিনিকে তালা দেওয়া হয়।
সদর থানার ওসি আশিকুর রহমান বলেন, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল এবং তথ্য সংগ্রহ করা হয়েছিল; তবে এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয়ে ঠাকুরগাঁওয়ের সিভিল সার্জন ডা: আবু মো: খয়রুল কবির বলেন, অপারেশন করার কয়েকঘন্টা পর ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে একটি মেয়ের মৃত্যু হয়। মেয়েটি কিভাবে মারা গিয়েছে এজন্য ডাক্তার নাদিরুল আজিজ চপলকে প্রধান করে ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে; তদন্ত কমিটি প্রতিবেদন দাখিল করলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
ডাক্তার জাহাঙ্গীর আলমের বিএমডিসি রেজিষ্ট্রেশন সার্টিফিকেট আছে কি না এমন প্রশ্নে সিভিল সার্জন ডা: আবু মো: খয়রুল কবির বলেন, ডাক্তার জাহাঙ্গীর আলমের বিএমডিসি রেজিষ্ট্রেশন সার্টিফিকেট সঠিক কিনা তা যাচাইয়ের জন্য কর্তৃপক্ষের নিকট পাঠানো হয়েছে।
ডাক্তার জাহাঙ্গীর আলমের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, মেয়েটির অপারেশন করে সুস্থ্য একটি সন্তান এই পৃথিবীর বুকে এসেছে। অপারেশন খুব ভাল হয়েছে; কোন ভুল হয়নি।
ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের মালিক গোলাম মোস্তফার মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও পাওয়া যায়নি।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here