Daily Gazipur Online

ভূমিকম্প আতঙ্কে টঙ্গীতে কারখানা থেকে বের হতে গিয়ে পদদলিত হয়ে দুই শতাধিক শ্রমিক আহত

ডেইলি গাজীপুর প্রতিবেদক: ভূমিকম্প আতঙ্কে কারখানা থেকে বের হতে গিয়ে টঙ্গীর ফ্যাশন পালস লিমিটেড এর প্রায় দুই শতাধিক শ্রমিক আহত হয়েছেন।গতকাল শুক্রবার সকাল ১০টা ৩৯ মিনিটে ভূমিকম্প চলাকালীন টঙ্গীর বিসিক এলাকার এ ঘটনা ঘটে। ভূমিকম্পে কারখানার ভেতর শ্রমিকরা আতঙ্কে ছোটাছুটি শুরু করেন। এ সময় কারখানাটির জরুরি নিরাপত্তা গেট বন্ধ থাকায় পদদলিত হয়ে আহত হন অনেকে। আহত শ্রমিকদের উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালসহ আশপাশের সকল বেসরকারি প্রতিষ্ঠানে নিয়ে যাওয়া হয়।
কারখানাটির শ্রমিকরা জানান, শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনেও কারখানাটি চালু ছিল। কারখানাটিতে কাজ করছিলেন কয়েক হাজার শ্রমিক। ভূমিকম্প শুরু হলে কারখানার মোট নয়টি তলার প্রায় সকল শ্রমিক কারখানা থেকে এক সাথে বেরিয়ে আসতে তাড়াহুড়ো করতে থাকেন। এ সময় শ্রমিকরা আহত হন।
টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ইসরাত জাহান এনি বলেন, ভূমিকম্পের কিছুক্ষণ পর থেকেই একটি পোশাক কারখানার কয়েকশো শ্রমিক হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। একজন শ্রমিকের শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।