Daily Gazipur Online

ভোলার সাথে বরিশালের সড়ক যোগাযোগের দাবী

ডেইলি গাজীপুর প্রতিবেদক: দ্বীপজেলা ভোলা নাগরিক ঐক্য ফোরাম এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে ১৮ মে ২০১৯ শনিবার ভোলার সাথে বরিশালের সড়ক যোগাযোগের দাবী করেন বরিশাল উন্নয়ন ফোরামের সভাপতি আবুল হোসেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি ভোলা সদর উপজেলা চেয়ারম্যান মোশারফ হোসেন বলেন, আমার বাড়ী-ঘর ও আমার বাবা-দাদা সহ পূর্ব পুরুষদের কবরও নদীতে বিলীন হয়ে গেছে। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি আকুল আবেদন করছি, ভোলা জেলাকে নদী ভাঙ্গনের হাত থেকে বাঁচান এবং নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসিত করুন।
সভায় বক্তারা বলেন, নি¤œবর্ণিত দাবীসমূহ তুলে ধরেনÑ (১) নদী ভাঙ্গনের কবল থেকে দ্বীপজেলা ভোলাকে পরিকল্পিত ভাবে রক্ষা করুন। (২) নদী ভাঙ্গা সকল পরিবারকে স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। (৩) ভোলার গ্যাস ভোলায় রেখে শিল্পনগরী গড়ে তুলুন। (৪) ভোলার সাথে রাজধানী ঢাকার সড়ক পথে যোগাযোগের ব্যবস্থা (ভোলা-বরিশাল সেতু) করতে হবে। (৫) প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় প্রয়োজনীয় আশ্রয় কেন্দ্র চাই। (৬) ভোলা জেলায় সরকারি পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ হাসপাতাল চাই। (৭) প্রত্যেক লঞ্চ ঘাটে লঞ্চ ভিড়ানোর জন্য টার্মিনাল চাই। (৮) পর্যটকদের জন্য ভোলাকে পর্যটন এলাকা হিসেবে গড়ে তুলুন। (৯) সরকারী উদ্যোগে পর্যটকদের জন্য থ্রী-স্টার মানের আবাসিক হোটেল গড়ে তুলুন। (১০) ভোলা জেলায় আন্তর্জাতিক মানের একটি স্টেডিয়াম চাই। (১১) সকল বন্যাঞ্চলে প্রয়োজনীয় বেরিবাঁধ চাই। (১২) সকল থানায় অগ্নিকান্ড মোকাবেলায় ফায়ার সার্ভিস স্টেশন চাই। (১৩) আদর্শ গ্রামের সংখ্যা বৃদ্ধি করতে হবে।
সংগঠনের সভাপতি সৈয়দ শাহ্ আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মোস্তফার সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন মোঃ মহসিন, মোঃ আক্কাস আলী, আব্দুর রহমান পনির, কামাল আহম্মেদ, নুর মোরশেদ, নাহিদুল ইসলাম শান্ত, মোঃ হোসেন, মোঃ মফিজ, মাকসুদুর রহমান, লাইজু আক্তার, এড. ইউসুব হোসেন প্রমুখ নেতৃবৃন্দ।