Daily Gazipur Online

মতিঝিলে আদমজী কোর্ট ভবনে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ১৩ টি ইউনিট

এস,এম,মনির হোসেন জীবন : রাজধানীর মতিঝিলের আদমজী কোর্ট বানিজ্যিক ভবনের সাত তলায় লাগা আগুন এখনও পর্যন্ত নিয়ন্ত্রনে আসেনি।
অগ্নিকান্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মোট ১৩ টি ইউনিট ওই লাগা আগুন নিয়ন্ত্রণে এখনও কাজ করছেন। আগুন দুপুর পৌনে ৩টা পর্যন্ত নিয়ন্ত্রনে আসেনি। ফায়ার সার্ভিসের কর্মীদের সাথে আগুন নির্বাপনে স্থানীয় থানা পুলিশ অংশ নিয়েছেন।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাসেল শিকদার আজ সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আজ সোমবার দুপুর ১টা ৩৫ মিনিটের দিকে রাজধানীর মতিঝিলে আদমজী কোর্ট বাণিজ্যিক ভবনের সাত তলা ভবনের সাত তলায় আগুন লেগেছে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদর দপ্তর থেকে ১১টি ইউনিট ও খিলগাও থেকে একটি ইউনিট ও বাংলাদেশ ব্যাংক স্পেশাল ফায়ার সার্ভিসের আরও একটি ইউনিটসহ মোট ১৩ টি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন।
ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা আরও জানান, সোমবার দুপুর ৩টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রনে আসেনি। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও পর্যন্ত জানা যায়নি।তবে, এখনও পর্যন্ত হতাহতের কোন খবর পাওয়া যায়নি।