মহালছড়ি ও কাপ্তাই হ্রদে ৩মাস মাছ ধরার নিষেধাজ্ঞা

0
198
728×90 Banner

আবদুল জলিল, খাগড়াছড়ি প্রতিনিধি: কাপ্তাই হ্রদে মাছের সুষ্ঠু প্রজনন, বংশবৃদ্ধি ও হ্রদের ভারসাম্য রক্ষার স্বার্থে ১ মে ২০১৯ হতে ৩১ জুলাই ২০১৯ পর্যন্ত আগামী তিন মাস কাপ্তাই হ্রদের সমগ্র এলাকায় মৎস্য আহরণ, সংরক্ষণ, বজারজাতকরণ ও পরিবহণ সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন, কাপ্তাই হ্রদ মৎস্য উন্নয়ন ও বিপণন কেন্দ্র, মহালছড়ি উপকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসরুল্লাহ আহমেদ জানান, প্রতি বছর মহালছড়িতে কাপ্তাই হ্রদের মাছকে কেন্দ্র করে বিনিয়োগ বাড়ছে। এতে মহালছড়ির অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি কর্ম সংস্হানের সৃষ্টি হচ্ছে। কাপ্তাই হ্রদে মৎস্য সম্পদের বৃদ্ধি, মহালছড়ির অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের জন্য কাপ্তাই হ্রদের মাছধরা নিষেধাজ্ঞাকালীন অসাধু ব্যবসায়ীরা যাতে সাধারণ জেলেদের ব্যবহার করে অবৈধভাবে মৎস্য আহরণ, বাজারজাতকরণ, পরিবহন না করতে পারে এজন্য সকলের সচেতন হওয়া জরুরি।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here