Daily Gazipur Online

মহেশখালীতে বজ্রপাতে ৩ লবণ চাষির মৃত্যু

ডেইলি গাজীপুর প্রতিবেদক : কক্সবাজারে শনিবার বিকেলে মৌসুমের প্রথম কালবৈশাখী হানা দিয়েছে। এ সময় বজ্রপাতে মহেশখালী দ্বীপে তিন লবণচাষি নিহত হয়েছেন। এ ছাড়া কালবৈশাখীর সময় বর্ষণে প্রান্তিক লবণ চাষিদের মাঠে থাকা প্রচুর পরিমাণেরও ক্ষতি হয়েছে।
মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জামিরুল ইসলাম দ্বীপে বজ্রপাতে ৩ জনের নিহত হওয়ার কথা নিশ্চিত করেছেন।
বজ্রপাতে নিহতরা হলেন মহেশখালীর হোয়ানক ইউনিয়নের পশ্চিম বানিয়াকাটা এলাকার মানিক (১৭), মোস্তফিজুর রহমান (২৫) ও বড়মহেশখালী ইউনিয়নের জাগিরাঘোনার এলাকার মো. ফারুক (২৫)।
কালবৈশাখীর ঝাপটা কয়েক মিনিট মাত্র স্থায়ী ছিল। এ সময় হালকা বর্ষণও হয়েছে। তবে রোহিঙ্গা শিবিরে তেমন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। কক্সবাজার আবহাওয়া অফিস জানিয়েছে, কালবৈশাখীর গতিবেগ ঘণ্টায় সর্বোচ্চ ৩০/৩৫ কিলামিটার ছিল।