Daily Gazipur Online

মাইক্রোবাস চাপায় সাংবাদিকের মেয়ে হত্যা!

ডেইলি গাজীপুর প্রতিবেদক: রাজধানীর উত্তরা রাজউক এপার্টমেন্ট প্রজেক্ট ১০ নং ব্রিজের সামনে শ্যুটিংয়ের একটি মাইক্রোবাসের চাপায় নিহত হয়েছে ফাইজা তাহসিনা সূচী নামের ১০ বছর বয়সী এক স্কুলছাত্রী। সে দিয়াবাড়ী মাইলস্টোন স্কুলের পঞ্চম শ্রেণিতে পড়তো।
তার বাবা জাতীয় সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় কমিটির নেতা, দৈনিক ইত্তেফাকের সহকারী সম্পাদক ফাইজুল ইসলাম জানান, আজ সূচী পরীক্ষা দিতে স্কুলে যাচ্ছিল । রাস্তা পার হওয়ার সময় নাটকের শ্যুটিং এর একটি মাইক্রোবাস (ঢাকা মেট্রো:চ ১৩-৪১৫৭) সূচীকে হত্যার উদ্দেশে চাপা দেয়। তার মাথা থেতলে যায়।

পরে দ্রুত উত্তরার বাংলাদেশ মেডিকেলে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তার লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
এদিকে মাইক্রোটি স্থানীয় জনগণ আটক করার পর এক টিভি অভিনেতাসহ তাতে যারা ছিল তারা পালিয়ে যায়।
সূচীর মৃত্যুতে জাতীয় সাংবাদিক সোসাইটি কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান এম এ মজিদ, ভাইস চেয়ারম্যান এড মো. শিব্বির আহমদ ও প্রকাশনা সচিব নাসির উদ্দীন বুলবুল শোক প্রকাশ করে পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। নেতৃবৃন্দ সূচীর আত্নার শান্তি কামনা করে তার হত্যার দৃস্টান্তমূলক শাস্তির দাবি করেন।