মাইলস্টোন ট্র্যাজেডি : হতাহত পরিবারের ৮ দফা দাবিতে মানববন্ধন

0
90
728×90 Banner

মনির হোসেন জীবন, বিশেষ সংবাদদাতা : রাজধানীর ডিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের সদস্যরা তাদের পূর্ব ঘোষিত ৮ দফা দাবিতে আজ মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
আজ মঙ্গলবার (১২ আগস্ট) সকালে হতাহত পরিবারের পক্ষ থেকে উত্তরার দিয়াবাড়িস্হ
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের স্হায়ী ক্যাম্পাসের মূলগেটের সামনে (গোলচক্কর) এলাকায় এ মানববন্ধনের আয়োজন করা হয়।
জানা যায়, আজ সকাল ৭টা ৫০ মিনিটে মানববন্ধন কর্মসূচী শুরু হয়ে একটানা ১০টা ৪০ মিনিটে গিয়ে শেষ হয়। তারা বিমান দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার নিশ্চিতকরণ এবং সারাদেশে কোচিং বাণিজ্য বন্ধের দাবিসহ ৮ দফার প্রস্তাব দেয় আন্দোলনরত শিক্ষার্থী ও অভিভাবকরা দেন। মানববন্ধনে নিহত ও আহতদের পরিবারের ১০০ থেকে ১৫০ জন সদস্য অংশ নেয়।
এসময় মানববন্ধনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিমান দুর্ঘটনায় নিহত তুরাগের চন্ডাল ভোগ গ্রামের স্হায়ী বাসিন্দা তৃতীয় শ্রেণি বাংলা বিভাগের শিক্ষার্থী ওকিয়া ফেরদৌস নিধি’র বাবা মো: ফারুক হোসেন, মোঃ শাহ আলম আহমেদ, নিহত সাইমা আক্তারের বাবা, মাহাতাবুর রহমানের বাবা, তানজিম আফরোজ আয়েরমান বাবা, সারিয়া আক্তারের বাবা, বোরহান উদ্দিন বাপ্পির বাবা, সায়মা আক্তারের মা, উম্মে ফাতেমা আক্তারের মা, নুসরাত জাহান আনিকার বাবা, মারিয়াম উম্মে আফিয়া এর মা সহ অত্র প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীর গার্ডিয়ান বৃন্দ।
মানববন্ধনে অভিভাবকরা অভিযোগ করে বলেন, দুর্ঘটনার পর থেকে স্কুল কর্তৃপক্ষ তাদের সঙ্গে তেমন কোন যোগাযোগ রাখেনি। বরং ২০ দিন পর তাদের ডেকে স্কুলের পক্ষে স্বাক্ষর নিতে চাওয়া হয়।
এসময় (তারা) আরও জানান, স্কুল কর্তৃপক্ষ ও বহিরাগতরা মিলে নামে বেনামে তাদের হুমকি দিচ্ছে, মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীদের জোরপূর্বক স্কুলে ফেরানোর চেষ্টা করা হচ্ছে বলেও কেউ কেউ অভিযোগ করেন ।
ষ্কুল অভিভাবকদের অভিযোগ, মাইলস্টোন স্কুল শিক্ষার্থীদের কোচিং করতে বাধ্য করছে, যা থেকে অধ্যক্ষ নূরনবী ও প্রধান শিক্ষক খাদিজা আক্তারসহ কয়েকজন কোটি কোটি টাকার মালিক বনে গেছেন। নিহত শিক্ষার্থী সায়মার বাবাকে শিক্ষক নোমান লাঞ্ছিত করার পরিপ্রেক্ষিতে ওই শিক্ষকের পদত্যাগের দাবিও জানানো হয়েছে।
আন্দোলনকারিদের ৮ দফা দাবিগুলো হলো- (১). বিমান দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচার নিশ্চিত করা। (২). দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে কোচিং বাণিজ্য বন্ধ করা। (৩).সরকারের পক্ষ থেকে প্রতি নিহত বাচ্চার জন্য ৫ কোটি টাকা ক্ষতি পূরণ জরিমানা এবং প্রতি আহতদের জন্য ১ কোটি টাকা দিতে হবে, (৪). স্কুলের পক্ষ থেকে প্রত্যেক নিহত বাচ্চার জন্য ২ কোটি এবং প্রতি আহতদের জন্য ১ কোটি টাকা জরিমানা দিতে হবে, (৫). বিমান চলাচল রানওয়ে থেকে শিক্ষা প্রতিষ্ঠানের স্থান পরিবর্তন করতে হবে (অন্যতায় রানওয়ের স্থান পরিবর্তন করতে হবে), (৬). কোচিং ব্যবসার মূল হোতা স্কুল শাখার প্রধান শিক্ষিকা (মিস খাদিজা) ৭২ ঘন্টার মধ্যে অপসারণ করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে তার সুষ্ঠু বিচার করতে হবে, (৭). স্কুলের সিসি ক্যামেরার ফুটেজ আমাদেরকে দেখাতে হবে, ( ৮).বিমান বাহিনীর প্রশিক্ষণ ব্যবস্থা জনহীন জায়গায় করতে হবে।
মানববন্ধন পালনকালে অভিভাবকরা বলেন, “আমরা আমাদের সন্তানদের নিরাপত্তার জন্য মাইলস্টোনে দিয়েছিলাম, কিন্তু তারা মারা গেছে কিংবা মৃত্যুর সাথে লড়ছে। শিক্ষকরা কোনো সান্ত্বনা দেয়নি। বরং অধ্যক্ষ ২০ দিন পর এসে স্কুল বাঁচাতে আমাদের থেকে স্বাক্ষর নিতে চেয়েছিলেন, যা আমরা দেইনি।”
এসময় ভুক্তভোগী পরিবারের সদস্যরা হুঁশিয়ারি দিয়ে বলেন, “যদি আমাদের বা শিক্ষার্থীদের কোনো হয়রানি করা হয়, কিংবা টিসি দেওয়া হয়, তাহলে আমরা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবো।”
উল্লেখ্য যে, গত ২১ জুলাই, ২০২৫ উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসের হায়দার আলী ভবনে (এফ-৭ বিজিআই) মডেলের বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধ বিমান বেলা একটার পর বিধ্বস্ত হয়। এ ঘটনায় বিমানের পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলামসহ নিহতের সংখ্যা এখন পর্যন্ত ৩৩ জন এবং প্রায় শতাধিক মানুষ আহত হয়েছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here