Daily Gazipur Online

মাদক বিরোধী সমাবেশের আয়োজন করেন সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজ

অলিদুর রহমান অলি: গাজীপুরের টঙ্গীতে মাদক বিরোধী সমাবেশের আয়োজন করেন টঙ্গীর স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজ। গতকাল রবিবার শহীদ আহসান উল্লাহ মাস্টার এমপির অডিটোরিয়াম মিলনায়তনে মাদকমুক্ত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের অঙ্গীকার এ ¯েøাগানকে সামনে রেখে কলেজ অর্ধানরত শিক্ষার্থীদের নিয়ে মাদক কে না বলুন শীর্ষক বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজ অধ্যক্ষ মোঃ ওয়াদুদুর রহমানের সভাপতিত্বে এবং সিনিয়র শিক্ষক বাবু রতন কুমার ঘোষের পরিচালনায় মাদক বিরোধী মত বিনিময় সভায় বক্তব্য রাখেন সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজ দিবা শাখার সহকারী প্রধান শিক্ষক মোঃ মজিবুর রহমান, প্রভাতী শাখার সহকারী প্রধান শিক্ষক মোঃ আব্বাস আলী, ভোকেশনাল ইনচার্জ মোঃ হাবিবুর রহমান, শিক্ষক প্রতিনিধি মোঃ আলতাফ হোসেন,সিনিয়র শিক্ষক মোঃ আশরাফ আলী, মোঃ আক্তার হোসেন, মোঃ জাকির হোসেন, মোঃ রফিকুল ইসলাম, এস এম শরিফ সরকার, মোঃ আমিনুল ইসলাম, আবুল কালাম আজাদ, মোঃ ছবির হোসেন, সেলিনা সুলতানা, সুলতানা বেগম,জাকিয়া সুলতানা, শায়লা আফরোজ, মিলিনা আক্তার, শহিদুল ইসলাম, মোঃ আব্দুল মতিন প্রমুখ। এসময় কলেজ অধ্যক্ষ মোঃ ওয়াদুদুর রহমান মাদক বিরোধী বাস্তবমুখী বিভিন্ন গঠনা তুলে ধরে ছাত্র ছাত্রী দের উদ্দেশ্যে বক্তব্য রাখেন।