Daily Gazipur Online

মানবকণ্ঠের নির্বাহী সম্পাদক হলেন খন্দকার মোজাম্মেল হক

ডেইলি গাজীপুর প্রতিবেদক: দৈনিক মানবকণ্ঠের নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন প্রথিতযশা সাংবাদিক খন্দকার মোজাম্মেল হক। বৃহস্পতিবার পত্রিকাটির মালিক কর্তৃপক্ষ পেশাদার এই সাংবাদিককে নির্বাহী সম্পাদক হিসেবে নিয়োগ দিয়েছেন।
১৯৮৯ সালে দৈনিক পত্রিকার সহ-সম্পাদক হিসেবে কর্মজীবন শুরু করেন খন্দকার মোজাম্মেল হক। দৈনিক আল আমিন ও দৈনিক লালসবুজ হয়ে ১৯৯৯ সালে তিনি যোগ দেন প্রথম আলোতে।
প্রথিতযশা এই সাংবাদিক দৈনিক প্রথম আলো, দৈনিক ইনকিলাব, দৈনিক কালের কণ্ঠে বিভিন্ন পদে কর্মরত থাকার পর প্রকাশিতব্য দৈনিক নতুন কাগজের ব্যবস্থাপনা সম্পাদকের দায়িত্বও পালন করেছেন খন্দকার মোজাম্মেল হক।
উল্লেখ্য, খন্দকার মোজাম্মেল হক ঢাকা সাংবাদিক ইউনিয়নের দপ্তর সম্পাদকও ছিলেন। তিনি দায়িত্ব পালন করেছেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতিরও।