Daily Gazipur Online

মানবতার দৃষ্টান্তস্বরুপ কনস্টেবল রুবেল মিয়াকে পুরষ্কৃত করলেন জিএমপি কমিশনার

সানাউল্লা স্বপন : করোনা ভাইরাস প্রকোপে সারাদেশে বিভিন্ন জায়গায় অজ্ঞাতনামা কোন লাশ দেখলে যেখানে মানুষ পালিয়ে বেড়ায় সেখানে দায়িত্বরত পুলিশ কনস্টেবল রুবেল মিয়া অজ্ঞাতনামা লাশ উদ্ধার করে নিজেই ভ্যান চালিয়ে লাশ মর্গে পৌঁছে দিয়ে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। এদিকে উক্ত মানবিক কাজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর পরই বিষয়টি নজরে আসলে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের মাননীয় পুলিশ কমিশনার, মোঃ আনোয়ার হোসেন বিপিএম (বার) পিপিএম (বার) নিজেই ডেকে এনে মানবিক কাজের স্বীকৃতিস্বরূপ পুরষ্কৃত করেছেন।
উল্লেখ্য, গত ১৫/০৫/২০২০খ্রিঃ রাত আনুমানিক ১.৩০ ঘটিকায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গাছা থানা এলাকায় সাইনবোর্ড কাঁচা বাজারের সামনে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পশ্চিম পাশে রাস্তার উপর এক অজ্ঞাতনামা পুরুষ (৬২) এর মৃতদেহ পরে থাকতে দেখতে পায় গাছা থানার মোবাইল টহল ডিউটিরত টিম। সম্প্রতি করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় স্থানীয় কেউ লাশটির কাছে যায়নি। উপরন্তু কোন ভ্যান/যানবাহন চালকও মৃতদেহটি বহন করতে অস্বীকৃতি জানায়। কিন্তু পুলিশ তো তার দায়িত্ব এড়াতে পারে না! তাই দায়িত্বরত অবস্থা পুলিশ নিজে ভ্যান চালিয়ে অজ্ঞাতনামা মৃতদেহটি মর্গে পৌছে দিয়ে মানবতার এক উজ্জল দৃষ্টান্ত স্থাপন করল।