Daily Gazipur Online

মানবিক বিবেচনায় কারাগারবন্দি মুক্তির ঘোষণা প্রশংসাব্যঞ্জক

ডেইলি গাজীপুর ( সংবাদ বিজ্ঞপ্তি ) :কোভিড-১৯ করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের প্রভাবের কারণে মানবিক বিবেচনায় দেশব্যাপী বিভিন্ন কারাগার থেকে তিনহাজারের বেশি বন্দিমুক্তি দেয়ার সরকারী সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে আহলে সুন্নাত ওয়াল জামা’য়াত বাংলাদেশ। ০৩ এপ্রিল গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে আহলে সুন্নাত ওয়াল জামা’য়াত বাংলাদেশের কেন্দ্রীয় চেয়ারম্যান ইমামে আহলে সুন্নাত আল্লামা কাযী মুহাম্মদ নুরুল ইসলাম হাশেমী (মু.জি.আ) ও মহাসচিব আল্লামা আবুল কাশেম নূরী বন্দি মুক্তির ঘোষণা প্রশংসাব্যঞ্জক বলে মন্তব্য করে সরকারকে ধন্যবাদ জানান। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশের কারাগার গুলোতে ধারণক্ষমতার দ্বিগুণ বন্দী রয়েছে। তাই জামিনযোগ্য ধারা ও শারীরিক প্রতিবন্ধকতা সম্পন্ন বন্দিদের মুক্তির ঘোষণার মাধ্যমে সরকার মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। তারা বন্দি মুক্তির সংখ্যা আরো বাড়ানো যায় কিনা সে বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন এবং কারাগার গুলোতে স্বাস্থ্যবিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান।