অসীম কুমার দাস (নওগাঁ প্রতিনিধি) : মান্দায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের ৪২তম মেলার উদ্বোধন করা হয়েছে। বুধবার সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে এ মেলার উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল হালিম।
এসময় তিনি বলেন,শিক্ষার্থীদের মধ্যে লুকিয়ে আছে অনেক প্রতিভা। তারা নিজেদের প্রতিভার বিকাশ ঘটানোর সুযোগ পায়না বলে মেধা থাকার পরও তাদেরকে কাজে লাগানো যাচ্ছে না। বিজ্ঞান মেলা এ ক্ষেত্রে মাইলফলক হিসেবে কাজ করছে। শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভাকে বিকশিত করার লক্ষে বিজ্ঞান মেলার আয়োজন করা হয়েছে। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণের সুযোগ পেয়েছে। এভাবে তথ্য প্রযুক্তি ও বিজ্ঞানভিত্তিক কার্যক্রমে শিক্ষার্থীদের আরো বেশী অংশগ্রহণের সুযোগ করে দেয়ার জন্য তিনি শিক্ষক ও সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান। তিনি আরো বলেন, করোনা ভাইরাসের কারণে এবারের বিজ্ঞান মেলায় সীমিত আকারে আয়োজন করা হয় । মেলায় কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলা নিশ্চিত করা হয় । মাক্স ব্যতীত কেউ এই মেলায় প্রবেশ করতে পারেনি।
এসময় উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার (ভূমি) মুহাম্মদ ইমরানুল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান গৌতম কুমার মহন্ত, অধ্যক্ষ বেদারুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম, মান্দা প্রেস ক্লাবের সভাপতি নজরুল ইমলাম প্রমুখ। এতে মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১৪টি স্টল রয়েছে। একদিন ব্যাপী চলবে এ মেলা।