Daily Gazipur Online

মান্দায় করোনার টিকাদান কার্যক্রম শুরু

অসীম কুমার দাস (মান্দা প্রতিনিধি) : নওগাঁর মান্দায় করোনাভাইরাসের টিকাদান কার্যক্রম শুর করা হয়েছে। রোববার বেলা ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থাপিত কেন্দ্রে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মোল্লা এমদাদুল হক। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল হালিম, মান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ডা. ইকরামুল বারী টিপু, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বিজয় কুমার রায়, মান্দা থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আফম আছফানুল আরেফিন, মেডিকেল কর্মকর্তা সৌরভ চক্রবর্তী, শাহারিয়ার হাসান তামিম, আবরার ফাইয়াজ লাবিব, হিমাদ্রী শেখর সরকার প্রমুখ উপস্থিত ছিলেন। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বিজয় কুমার রায় জানান, উদ্বোধনী দিনে ১৯ জনকে কোভিট ১৯ এর টিকা দেয়া হয়েছে। এ উপজেলায় প্রথম টিকা গ্রহণ করেন হাসপাতালের অ্যাম্বুলেন্স চালক আবুল বাশার। পরে আরও ১৮ জনকে এ টিকা দেয়া হয়। এদিন বিকেল ৩টা পর্যন্ত টিকাদান কেন্দ্র খোলা রাখা হয়েছিল। তিনি আরও বলেন, প্রথম দফায় এ উপজেলায় করোনা ভ্যাকসিনের ১ হাজার ১৭৫ এ্যাম্বুল পাওয়া গেছে। যা দিয়ে ১১ হাজার ৭৫০ জনকে টিকাদানের আওতায় আনা যাবে। টিকা গ্রহণের জন্য রোববার বিকেল ৩টা পর্যন্ত ৬১২ জন রেজিস্ট্রেশন করেছেন বলেও জানান তিনি।