Daily Gazipur Online

মান্দায় মৃত্যুদাবীর চেক হস্তান্তর

অসীম কুমার দাস (নওগাঁ প্র‌তি‌নি‌ধি) : নওগাঁর মান্দায় পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ছয়জন বীমা গ্রাহকের মাঝে মৃতুদাবী ও মেয়াদপূর্তির চেক হস্তান্তর করেছে। এ উপলক্ষে রোববার দুপুরে সংস্থার কার্যালয়ে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মাহবুবা সিদ্দিকা রুমা।
মান্দা সাংগঠনিক অফিস ইনচার্জ আব্দুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন মান্দা প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম, জনপ্রিয় একক বীমার প্রকল্প ইনচার্জ ছামসুল হক, অতিরিক্ত প্রকল্প পরিচালন আব্দুস সাত্তার তালুকদার প্রমুখ।
শেষে দুইজন গ্রাহকের মৃত্যুদাবীর ও চারজন গ্রাহকের মেয়াদপূর্তির চেক হস্তান্তর করা হয়।