মিছিল-সমাবেশ নিষিদ্ধ ঘোষণার বিধান চ্যালেঞ্জ করে রিট

0
71
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : সমাবেশ বা মিছিলে নিষেধাজ্ঞায় পুলিশ কমিশনারের ক্ষমতা সংক্রান্ত পুলিশ আইনের ২৯ ধারার বৈধতা চ্যালেঞ্জ করে রিট দায়ের করা হয়েছে। রিটে পুলিশ আইনের ২৯ ধারা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণার নির্দেশনা চাওয়া হয়েছে। বুধবার (২৬ অক্টোবর) এ তথ্য নিশ্চিত করেন রিটকারী সুপ্রিম কোর্টের আইনজীবী আব্দুল মোমেন চৌধুরী।
পুলিশ আইনের ওই ধারা ২৯-এ বলা হয়েছে, ‘জনসাধারণের শান্তি বা নিরাপত্তা রক্ষার জন্য পুলিশ কমিশনার যখনই প্রয়োজন মনে করবেন এবং যতদিনের প্রয়োজন বিবেচনা করবেন লিখিত আদেশ দ্বারা কোনো জনসমাবেশ বা মিছিল নিষিদ্ধ করতে পারবেন। তবে শর্ত থাকে যে, অনুরূপ কোনো নিষেধাজ্ঞা সরকারের অনুমতি ব্যতীত ত্রিশ দিনের বেশি বলবৎ থাকবে না।’
রয়ে এ রিটের বিষয়ে হাই কোর্টের একটি দ্বৈত বেঞ্চে শুনানি হওয়াছে বলেও জানান অ্যাডভোকেট আব্দুল মোমিন চৌধুরী। জনস্বার্থে করা এই রিটে স্বরাষ্ট্র সচিব, আইন সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here