‘মিতিন মাসি’ রূপে কোয়েল মল্লিক

0
631
728×90 Banner

ডেইলি গাজীপুর বিনোদন: বাংলা সাহিত্যে গোয়েন্দা গল্পের অভাব নেই। ‘ফেলুদা’, ‘ব্যোমকেশ’, ‘কাকাবাবু’, ‘কিরিটি’ সহ আরও অনেকেই রয়েছেন। আবার এনারাই বিভিন্ন সময় উঠে এসেছেন সিনেমার পর্দায়। তবে বাংলা সিনেমায় মহিলা গোয়েন্দা নিয়ে ছবি সেভাবে হয়নি। এবার পরিচালক অরিন্দম শীলের হাত ধরে বাংলা ছবিতে আসছেন মহিলা গোয়েন্দা ‘মিতিন মাসি’।
মিতিন মাসির ভ‚মিকায় দেখা যাবে কোয়েল মল্লিককে। ছবিতে মিতিন মাসির স্বামীর ভ‚মিকায় দেখা যাবে শুভ্রজিৎ দত্তকে। বোনঝি টুপুরের ভ‚মিকায় দেখা যাবে রিয়া বণিককে।
পরিচালক অরিন্দম শীলের সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই প্রকাশ্যে এসেছে কোয়েলের ‘মিতিন মাসি’ লুক। পরনে অফ হোয়াইট রঙের শাড়ি। মেরুন রঙের বøাউজ। আর চোখে বড় চশমা। সোশ্যাল মিডিয়ায় মিতিন মাসির লুক নিয়ে পরামর্শ চেয়েছিলেন অরিন্দম শীল। সুচিত্রা ভট্টাচার্যের গল্পের পাঠকদের মতামত অনুসারেই সাজানো হয়েছে মিতিন মাসিকে। তবে জানা যাচ্ছে, এই ছবিতে তিন ধরনের লুকে পাওয়া যাবে ‘মিতিন মাসি’কে।সুচিত্রা ভট্টাচার্যের লেখা প্রজ্ঞাপারমিতা মুখোপাধ্যায়ের সঙ্গে হয়ত অনেক বাঙালিরই আলাপ রয়েছে। তবে সিনেমার পর্দায় প্রজ্ঞাপারমিতাকে তুলে আনার চেষ্টা এখনও পর্যন্ত কোনও পরিচালকই করেননি। সেক্ষেত্রে ‘মিতিন মাসি’ পর্দায় আনার প্রথম উদ্যোগ নিয়েছেন পরিচালক অরিন্দম শীলই। সুচিত্রা ভট্টাচার্যের ‘হাতে মাত্র তিনদিন’-এর গল্প অবলম্বনে তৈরি হচ্ছে এই ছবি।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here