Daily Gazipur Online

মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে …….লায়ন মোঃ গনি মিয়া বাবুল

ডেইলি গাজীপুর প্রতিবেদক: বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল বলেছেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা তথা সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তুলতে মুক্তিযুদ্ধের চেতনায় সকলকে সততা ও দেশপ্রেমের সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি আরো বলেন, যে স্বপ্ন আকাঙ্খা সামনে রেখে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ সংঘঠিত হয়েছিল, নানা কারণে সেই স্বপ্ন দীর্ঘ ৪৮ বছরেও বাস্তবায়ন করা সম্ভব হয়নি। ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর থেকে বাংলাদেশে পাকিস্তানী কায়দায় বাঙালি সংস্কৃতি ও মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংসের তৎপরতা দীর্ঘদিন অব্যাহত ছিল। মুক্তিযুদ্ধের চেতনা ও ইতিহাস বিকৃতির প্রচেষ্টাও চালানো হয়েছে সমানতালে। বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার দেশ পরিচালনার দায়িত্বে আসার পর বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন এবং মানবাধিকার সুনিশ্চিত করার জন্যে কাজ করছে। জনগণের প্রত্যাশা অনুযায়ী দেশের উন্নয়ন অগ্রগতি চলছে। বর্তমানে বাংলাদেশ বিশ্বে উন্নয়নের রোল মডেল। তবে টেকসই উন্নয়নের জন্যে দুর্নীতিমুক্ত প্রশাসন সুনিশ্চিত করতে হবে।
মহান স্বাধীনতা দিবস ২০১৯ উপলক্ষে আলোকিত মানুষের জন্যে ফাউন্ডেশন এর উদ্যোগে ২৯ মার্চ ঢাকার বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন মিলনায়তনে আয়োজিত ‘স্বাধীনতার ৪৮ বছরে আমাদের প্রত্যাশা ও আজকের বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে উদ্বোধক হিসেবে তিনি এসব কথা বলেন। সংগঠনের সভাপতি মুহাম্মদ আতাউল্লাহ খান’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিচারপতি ছিদ্দিকুর রহমান মিয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জন প্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব তপন কুমার নাথ, প্রকাশক হুমায়ুন কবির ও বাংলাদেশ কর্মসংস্থান আন্দোলনের চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের মহাসচিব এইচ এম আরমান চৌধুরী।