Daily Gazipur Online

মুক্তিযোদ্ধাদের যাচাই বাছাইয়ের নামে হয়রানির প্রতিবাদে নরসিংদীতে মানববন্ধন

নরসিংদী সংবাদদাতা : স্বাধীনতার পঞ্চাশ বছর পর মুক্তিযোদ্ধাদের যাচাই বাছাইয়ের নামে অযথা হয়রানীর প্রতিবাদে এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অযোগ্য মন্ত্রীর পদত্যাগ দাবীতে বৃহস্পতিবার নরসিংদীতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা লীগ নরসিংদী জেলা কমিটি। সকাল ১১ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত ঘন্টাব্যাপী এ মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা লীগ নরসিংদী জেলা কমিটির সভাপতি ও সাবেক জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধার মুনসুর আহমেদ, বীর মুক্তিযোদ্ধা এড. রিয়াজুল কবির বাছেদ, বীর মুক্তিযোদ্ধা হযরত আলী, বীর মুক্তিযোদ্ধা কবির আহমেদ প্রমুখ।
বক্তাগন সরকারী বেসরকারী যে কোন অফিসে বীর মুক্তিযোদ্ধাদের বসার স্থান দিয়ে সম্মান প্রদর্শন করাসহ মুক্তিযোদ্ধাদের প্রতি সহানুভূতির হাত সম্প্রসারিত করতে প্রশাসনের প্রতি জোর দাবী জানান।