Daily Gazipur Online

‘মুক্তির ৫০ গল্পে দুই প্রজন্ম’ বইয়ের মোড়ক উন্মোচন

ডেইলি গাজীপুর প্রতিবেদক : শনিবার সকালে ঢাকার শাহবাগে কবি সুফিয়া কামাল মিলনায়তন, জাতীয় যাদুঘর এ “মুক্তির ৫০ গল্পে দুই প্রজন্ম” প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমপি, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ডাঃ মোঃ এনামুল রহমান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক ও লেখক হারুন হাবীব, মহাপরিচালক গ্রেড-১, এনজিও বিষয়ক ব্যুরো মোঃ রাশেদুল ইসলাম, নিবন্ধক, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ মকবুল হোসেন, প্রধান নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম, সাহিত্যিক ও লেখক ঝর্ণা রহমান এবং বইটির সম্পাদক কবি ও কথা সাহিত্যিক, প্রশিকার গভর্নিং বডির চেয়ারম্যান রোকেয়া ইসলাম ও কবি ও কথা সাহিত্যিক নূর কামরুন নাহার।
জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সুচনা হয়। এরপর শরৎ বড়ুয়ার নির্দেশে ‘আমার গান আমার বিজয়’ গীতি আলোখ্য অনুষ্ঠিত হয়। গীতি আলোখ্য শেষে অতিথিদের বরণ করে নেন প্রশিকা মানবিক উন্নয়নের কর্মীরা। বরণ পর্ব শেষে অতিথিবৃন্দ বইটির মোড়ক উন্মোচন করেন ।