মুফতি ওবাইদুল হক নঈমীর ইন্তেকালে শোক

0
186
728×90 Banner

ডেইলি গাজীপুর ( সংবাদ বিজ্ঞপ্তি) : জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার শায়খুল হাদিস, ওস্তাজুল ওলামা, শেরে মিল্লাত আল্লামা মুফতি ওবাইদুল হক নঈমীর (৭৮) ০৬ জুলাই সোমবার বিকাল ৫ টায় হাসপাতালে নেওয়ার পথে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহী রা’জিউন)। তিনি স্ত্রী, ৫ ছেলে এবং অসংখ্য গুণাগ্রাহী রেখে যান। তার ইন্তেকালে আন্জুমানে রজভীয়া নূরীয়া ট্রাস্টের চেয়ারম্যান পীরে তরিক্বত হযরতুলহাজ¦ আল্লামা মুহাম্মদ আবুল কাশেম নুরী, জেনারেল সেক্রেটারী অ্যাডভোকেট আব্দুর রশিদ দৌলতী, আন্জুমানে রজভীয়া নূরীয়া কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আলহাজ¦ মুহাম্মদ নুরুল হক, ট্রাস্ট অর্থ সচিব আলহাজ¦ জহির আহমদ সওদাগর, কাতার সভাপতি আলহাজ¦ কাজী মুহাম্মদ ফোরকান রেজা, কেন্দ্রীয় সাংগঠনিক সচিব মুহাম্মদ মিঞা জুনাইদ, মুহাম্মদত ফরিদুল আলম, মাওলানা আব্দুল কাদের রজভী, চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি আলহাজ¦ মুহাম্মদ আবুল হাসান, চট্টগ্রাম মহানগর সাধারণ সম্পাদক মুহাম্মদ জাহিদুল হাসান রুবায়েত, রজভীয়া নুরীয়া ইসলামী সাংস্কৃতিক ফোরামের সভাপতি শায়ের মুহাম্মদ মাছুমুর রশিদ কাদেরী, মহাসচিব শায়ের মুহাম্মদ নাজিম উদ্দিন কাদেরী, সাংগঠনিক সম্পাদক শায়ের মুহাম্মদ ছালামত রেযা কাদেরী, নগর দায়িত্বশীল মুহাম্মদ জাকারিয়া, এস এম ইকবাল বাহার, মুহাম্মদ মিনহাজ উদ্দিন সিদ্দিকী প্রমূখ আজ ০৭ জুলাই যুক্ত বিবৃতিতে বলেন, জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার শায়খুল হাদিস আল্লামা মুফতি ওবাইদুল হক নঈমী দেশব্যাপী ইসলামের শ্বাশত মূলধারা আহলে সুন্নাত ওয়াল জামায়াতের প্রচার প্রসারে ও দ্বীনি শিক্ষা বিস্তারে অনন্য ভূমিকা রেখেছেন। সুন্নি জনতা একজন সর্বোচ্চ অভিভাবককে হারিয়েছেন। তাঁর ইন্তেকালে সুন্নি অঙ্গনে যে শূন্যতার সৃষ্টি হয়েছে তা অপূরণীয়। সুন্নি জনতা তাঁর অবদানকে চিরদিন কৃতজ্ঞতার সাথে স্মরণ করবে। নেতৃবৃন্দ হুজুরের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবার পরিজনের প্রতি সমবেদনা জানান। উল্লেখ্য, ৬ জুলাই সোমবার রাত ১২টায় জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাঠে হুজুরের ছেলে মাওলানা হামেদ রেযার ইমামতিতে জানাযার নামাজ অনুষ্ঠিত হয়।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here