মেঘনা ইকোনমিক জোন কে ২৮২ কোটি টাকা ঋণ

0
128
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : নারায়ণগঞ্জে নির্মাণাধীন মেঘনা ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোন লিমিটেড-কে ২৮২ কোটি ৫৬ লাখ টাকা ঋণ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সরকার ও বিশ্বব্যাংকের যৌথ অর্থায়নে বাংলাদেশ ব্যাংক কর্তৃক বাস্তবায়নাধীন ইনভেস্টমেন্ট প্রমোশন অ্যান্ড ফাইন্যান্সিং ফ্যাসিলিটি-২ প্রকল্পের আওতায় ইকোনোমিক জোনের কাজ চলছে। সোমবার (২৩ জুন) রাতে বাংলাদেশ ব্যাংক এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নারায়ণগঞ্জে ইকোনোমিক জোন নির্মাণের জন্য মেঘনা ইন্ডাস্ট্রিয়াল ইকোনোমিক জোন লিমিটেড-কে অর্থায়নের বিপরীতে প্রকল্পে অংশগ্রহণকারী ৬টি পিএফআই যথা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফাইন্যান্স কোম্পানি লিমিটেড, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড, মিডল্যান্ড ব্যাংক লিমিটেড, ব্যাংক এশিয়া লিমিটেড, ট্রাস্ট ব্যাংক লিমিটেড এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড এর মাধ্যমে সিন্ডিকেশন প্রক্রিয়ায় ২৮২ লাখ ৫৬ কোটি টাকা দীর্ঘমেয়াদি ঋণ প্রদান করা হয়েছে। দেশের অর্থনৈতিক উন্নয়নে মেঘনা ইন্ডাস্ট্রিয়াল ইকোনোমিক জোন লিমিটেড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
উল্লেখ্য, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) হতে লাইসেন্স প্রাপ্ত প্রাইভেট ইকোনোমিক জোনগুলোর মধ্যে মেঘনা ইন্ডাস্ট্রিয়াল ইকোনোমিক জোন লিমিটেডই প্রথম আইপিএফএফ-২ প্রকল্প হতে দীর্ঘমেয়াদি ঋণ পেল।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here