মোদি দুর্বল : প্রিয়াঙ্কা গান্ধী

0
212
728×90 Banner

ডেইলি গাজীপুর ডেস্ক: ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধী দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আগেই ‘ভীতু’ বলে মন্তব্য করেছিলেন। এ বার মোদিকে ‘দুর্বল প্রধানমন্ত্রী’ বলে আক্রমণ করলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়ঙ্কা গান্ধী। তার যুক্তি, প্রধানমন্ত্রী সমালোচনা সহ্য করতে পারেন না। মোদিকে ৫৬ ইঞ্চি ছাতি নিয়েও খোঁচা দিতে ছাড়েননি সানিয়া-কন্যা। কানপুর লোকসভা কেন্দ্রের দলীয় প্রার্থী শ্রী-প্রকাশ জায়সবালের সমর্থনে গতকাল শনিবার রোড শো করেন প্রিয়াঙ্কা। প্রায় পাঁচ কিলোমিটার রোড শোয়ে ভিড় ছিল চোখে পড়ার মতো। প্রদেশ কংগ্রেস নেতাদের দাবি, তরুণদের উপস্থিতি ছিল নজরকাড়া। কংগ্রেস প্রার্থী শ্রীপ্রকাশকে পাশে বসিয়ে দলের কর্মী-সমর্থকদের উদ্দেশে কখনও হাত নাড়তে, কখনও জোড়হাতে নমস্কার করতে দেখা যায় প্রিয়ঙ্কাকে। কানপুরের কর্মসূচিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তুলোধুনো করেন তিনি। প্রিয়াঙ্কা বলেন, ‘একজন প্রকৃত রাজনীতিক কখনও মানুষের কণ্ঠস্বরকে ভয় পায় না। তিনি কখনও ওই কণ্ঠস্বরকে দমিয়ে রাখতে চান না। এই সরকার দুর্বল। প্রধানমন্ত্রীও দুর্বলচিত্তের। তার মনের কোনো জোর নেই।’প্রিয়াঙ্কার তির্যক মন্তব্য, ‘গত লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদি ৫৬ ইঞ্চি ছাতি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছিলেন। কারণ তিনি ভীতু। মোদি গণতন্ত্রকে দুর্বল করতে চান।’ কংগ্রেসের এই নেত্রী বলেন, সমালোচনা সহ্য করাও রাজনীতিকদের গুণ। মোদির সঙ্গে রাহুলের ফারাক বোঝাতে বলেন, ‘একজনকে দেখুন, যার সমালোচনা সহ্যের ক্ষমতা নেই। আর একজনকে প্রতিদিন অপমান করা হচ্ছে। বিজেপি তার বাবা-মা-ঠাকুরমার নাম করে অপমান করছে। তিনি হাসিমুখে তা সহ্য করেন। একেই বলে মনের জোর।’ আনন্দবাজার।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here