Daily Gazipur Online

মোহাম্মদপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ,আহত দুই

এস,এম,মনির হোসেন জীবন : রাজধানীর মোহাম্মদপুরের কাটাসুর রোডে একটি ফ্রিজ মেরামতের দোকানে গ্যাস বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ওই বিস্ফোরণের ঘটনায় দুই জন মারাত্মকভাবে আহত হয়েছেন। তাৎক্ষনিক ভাবে তাদের নাম জানা যায়নি। আহত ব্যক্তিদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে।
বুধবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদরদপ্তরের ডিউটি অফিসার লীমা খানম আজ গনমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শী, পুলিশ ও স্থানীয় লোকজনরা গনমাধ্যমকে জানান, বুধবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে মোহাম্মদপুরের কাটাসুর রোডে একটি ফ্রিজ মেরামতের দোকানে ফ্রিজে গ্যাস ঢুকানোর সময় বিকট শব্দ হয়ে সিলিন্ডার বিস্ফোরণ হয়। বিকট শব্দে দোকানের ভেতর থেকে অন্য মালামালগুলো ছড়িয়ে-ছিটিয়ে পড়ে।
এদিকে, আজ বৃহস্পতিবার সকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদরদপ্তরের ডিউটি অফিসার লীমা খানম গনমাধ্যমকে ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,এতে দোকানের একজন কর্মচারী আহত হয়েছে। তাৎক্ষনিক ভাবে তার নাম ও বিস্তারিত পরিচয় জানা যায়নি। অগ্নিকান্ডের খবর পেয়ে পরে মোহাম্মদপুর থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে বিস্ফোরণ থেকে লাগা আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকান্ডের ফলে ওই দোকানের ২ লাখ টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কমপক্ষে ১০ লাখ টাকার মালামাল উদ্বার করেছে দমকল বাহিনী। স্থানীয় লোকজন আহতদেরকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়েছে।