ডেইলি গাজীপুর প্রতিবেদক : ৩৫ হাজার পৌর কর্মকর্তা কর্মচারীদের নির্ভরতার প্রতীক ম্যাব সেক্রেটারী জেনারেল মোঃ রফিকুল ইসলাম কতোয়াল করোনা ভাইরাসে আক্রান্ত।
মিউনিসিপ্যাল এসোসিয়েশন অব বাংলাদেশ-ম্যাব এর সেক্রেটারী জেনারেল, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, শরীয়তপুর পৌরসভার মেয়র মোঃ রফিকুল ইসলাম কোতোয়াল বেশ কিছুদিন পূর্ব থেকে অসুস্থ অনুভব করায় গত ৩০ জুলাই, বৃহস্পতিবার করোনা টেস্টের জন্য স্যাম্পল প্রদান করলে আজ ৩ আগষ্ট, সোমবার করোনা ভাইরাসের টেস্ট রিপোর্ট পজেটিভ এসেছে।
বর্তমানে তিনি ডাক্তারের পরামর্শে নিজ বাড়িতে চিকিৎসা গ্রহণ করছেন।
বিএপিএস ঢাকা বিভাগের পক্ষ হতে সভাপতি আনোয়ার সাদাত ও সাধারণ সম্পাদক ম ই তুষার মেয়র কোতোয়ালের দ্রুত সুস্থতা কামনা করেছেন এবং তার পরিবারের সবাই যাতে সুস্থ থাকে সেজন্য সবার দোয়া কামনা করেছেন ।