যুক্তরাষ্ট্রে ই-সিগারেট নিষিদ্ধ

0
208
728×90 Banner

ডেইলি গাজীপুর আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো শহরে নিষিদ্ধ হলো ইলেকট্রনিক সিগারেট বা ই-সিগারেট। ফলে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের কোনও শহরে এ ধরনের সিগারেট নিষিদ্ধ করা হলো। ে ভাটের মাধ্যমে শহরের দোকানগুলোতে ই-সিগারেট বন্ধ ঘোষণা করা হয় গত মঙ্গলবার। শহরটির কর্মকর্তারা জানান, সানফ্রান্সিসকো শহরে ই-সিগারেটের ব্যবহার আশঙ্কজনক হারে বেড়ে গেছে। ফলে স্বাস্থ্য ঝুঁকির আশঙ্কায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ই-সিগারেট বন্ধে আইন প্রণয়নে স্বাক্ষর করতে সানফ্রান্সিসকোর মেয়র লন্ডন ব্রিডের হাতে এখনো ১০ দিন সময় আছে। স্বাক্ষরের দিন থেকে আইনটি সাত মাসের জন্য কার্যকর করা হবে। তবে ই-সিগারেটের ওপর নিষেধাজ্ঞা জারি করা হলেও ক্যালিফোর্নিয়া রাজ্যের শহরটিতে এটি কার্যকর করা বেশ কঠিন হয়ে পড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞারা। ই-সিগারেট আসার পর ধুমপানের হার কমে যাওয়ার কোনও প্রমাণ নেই বলে দাবি করেন ইউসিএসএফ সেন্টার ফর টোব্যাকো কন্ট্রোল রিসার্চ অ্যান্ড এডুকেশনের গবেষক লরেন দুতরা। বলেন, অনেক ধুমপায়ী তরুণ যেমন সিগারেট ছেড়ে ই-সিগারেট ধরেছেন, তেমনই অনেকে নতুন করে ই-সিগারেটের নেশায় আসক্ত হয়েছেন। সূত্র: বিবিসি

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here