Daily Gazipur Online

যুব ও কিশোরীদের ক্রিড়া সরঞ্জাম উপহার দিল গুণীজন ফাউন্ডেশন

ডেইলি গাজীপুর প্রতিবেদক: বরেণ্য গুণীজনদের সম্পৃক্ততায় গড়ে উঠা স্বেচ্ছাসেবি সংগঠণ ‘গুণীজন ফাউন্ডেশন’ বিজয়ের মাস ও শীতকালীন সেবা কর্মসূচি হাতে নিয়েছে। কর্মসূচির আওতায় রয়েছে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য খাদ্য সামগ্রী, যুব ও কিশোরীদের জন্য ক্রিড়া সামগ্রী এবং শীতার্ত দরিদ্রদের জন্য শীতবস্ত্র উপহার। এই সেবা কর্মসূচির অংশ হিসেবে গতকাল শুক্রবার ঢাকার ধামরাইয়ে খেলাধুলার জন্য যুব ও কিশোরীদেরকে ক্রিড়া সরঞ্জাম উপহার দেয়া হয়। সংগঠণের সাধারণ সম্পাদক পরিবেশ কর্মী ফারজানা রহমান এর সভাপতিত্বে উপজেলা সূতিপাড়া ইউনিয়নে বালীথা গ্রামে গুণীজন ফাউন্ডেশন ও বেগম উকিলননেছা মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে বালীথা ও বারপাইখা এলাকার যুব-কিশোরীদেরকে এ উপহার দেয়া হয়। এতে প্রধান আলোচক ছিলেন শরীফবাগ আফাজ উদ্দিন কলেজের অধ্যক্ষ তোফাজ্জল হোসেন। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন প্রীতি গ্রæপের ডিজিএম মানবাধিকার কর্মী প্রকৌশলী রাশেদ আহমেদ। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ইউপি মেম্বার মো. খুরশেদ আলম, ধামরাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আনিস উর রহমান স্বপন, সাংবাদিক মাসুদর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মিজানুর রহমান, সাবেক ইউপি মেম্বার শহীদুল ইসলাম প্রমূখ।